কলকাতা: আবার করোনা আক্রান্ত করোনা যোদ্ধা। এবার করোনা আক্রান্ত কসবা থানার সাতজন পুলিশ কর্মী। তাঁদের মধ্যে ১ জন এসআই, ৩ জন এএসআই, ২ কনস্টেবল এবং ১ সিভিক ভলান্টিয়ার।


করোনা আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে ৪ জনকে ইতিমধ্যেই কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনকে আজ হাসপাতালে পাঠানোর কথা।

বৃহস্পতিবার রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রথমবার হাজার পেরিয়ে রেকর্ড তৈরি করেছিল। শুক্রবার তা ভেঙে, ফের তৈরি হল নতুন রেকর্ড। স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯৮। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১০৯। ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জন করোনা আক্রান্তের। এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা ৮৮০। সংক্রমিত ও মৃতের সংখ্যার নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা।