Coronavirus Live : কোভিড প্রোটোকল দেখবেন দিল্লির স্কুল শিক্ষকরা

Corona virus Live updates : দেশের বাইরে বিদেশে খুবই খারাপ অবস্থা চিনের। সেখানে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। কোভিড নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারতেও।

ABP Ananda Last Updated: 27 Dec 2022 12:00 AM
Coronavirus Update: দলাই লামার সঙ্গে দেখা করার আগে ভক্তদের RT-PCR পরীক্ষা করাতে হবে

দলাই লামার সঙ্গে দেখা করার আগে ভক্তদের RT-PCR পরীক্ষা করাতে হবে। বোধগয়াতে পাঁচজন বিদেশি পর্যটকের কোভিড পজিটিভ হওয়ার খবর মেলার পরেই, স্থানীয় প্রশাসন এমনই নির্দেশ দিয়েছেন।

Covid Update: কোভিড প্রোটোকল দেখবেন দিল্লির স্কুল শিক্ষকরা

কোভিড প্রোটোকল দেখবেন দিল্লির স্কুল শিক্ষকরা। বিমানবন্দরে তাঁদের দায়িত্ব দেওয়া হবে কোভিড প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কিনা তা দেখার জন্য। ১৫ দিনের জন্য এই কাজ করবেন তাঁরা।

Coronavirus Update: ফাইজারের কোভিড-ড্রাগ বিলি করবে চিন

ফাইজারের কোভিড-ড্রাগ বিলি করবে চিন।  দেশের কোভিড পরিস্থিতির দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত, খবর সে দেশের সংবাদমাধ্যম সূত্রে।

Coronavirus Update: ফাইজারের কোভিড-ড্রাগ বিলি করবে চিন

ফাইজারের কোভিড-ড্রাগ বিলি করবে চিন।  দেশের কোভিড পরিস্থিতির দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত, খবর সে দেশের সংবাদমাধ্যম সূত্রে।

Covid Update: কোভিডে লাগাম পরাতে একাধিক পদক্ষেপের ডাক চিনা প্রেসিডেন্টের

চিনে ফের করোনা পরিস্থিতি। ভাইরাসে লাগাম পরাতে একাধিক পদক্ষেপের ডাক খোদ চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।

Coronavirus Update: কোভিডের ধাক্কা চিনা অর্থনীতিতে

কোভিডের ধাক্কা চিনা অর্থনীতিতে। সেদেশে এখন প্রবল গতিতে বাড়ছে কোভিড সংক্রমণ। ফের লাগাম পরানো হয়েছে একাধিক বিষয়ে। একাধিক কারখানার ঝাঁপ বন্ধ হয়েছে বা উৎপাদন কমানো হয়েছে। তার জেরেই ধাক্কা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে। 

Covid Update: হাসপাতালগুলিতে ১০৪ কোটি টাকা দিল দিল্লি সরকার

হাসপাতালগুলিতে ১০৪ কোটি টাকা দিল দিল্লি সরকার। কোভিড আশঙ্কার মধ্যে ওষুধ মজুত করতে এবং যাবতীয় পদক্ষেপ নিতে এই বাজেট।

Coronavirus Update: IMA-এর সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর

IMA-এর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কোভিড সংক্রমণ এবং তা মোকাবিলা নিয়ে ভার্চুয়াল মিটিং করেন তিনি। 

Covid Update: কলকাতা বিমানবন্দরে করোনা পরীক্ষায় পজিটিভ বেশ কয়েকজন

কলকাতা বিমানবন্দরে করোনা পরীক্ষায় পজিটিভ এক ব্যক্তি। ব্যাঙ্কক থেকে কলকাতায় আসা দ্বারভাঙার বাসিন্দাও করোনা আক্রান্ত। যদিও ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যায়নি, খবর স্বাস্থ্য দফতর সূত্রে। সূত্রের খবর, বিহার প্রশাসনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে। কলকাতায় কোভিড পজিটিভ ব্রিটিশ পর্যটক মহিলা। দমদম বিমানবন্দর থেকে ভর্তি বেলেঘাটা আই়ডি-তে। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন ব্রিটিশ পর্যটক। আইসোলেশনে রাখা হয়েছে, জানানো হয়েছে ব্রিটেনের দূতাবাসকে, জানালেন স্বাস্থ্যসচিব।

Coronavirus Update: করোনা বাড়লে কলকাতার ৩টি হাসপাতালে ভর্তি করা যাবে আক্রান্তদের

করোনা বাড়লে কলকাতার ৩টি হাসপাতালে ভর্তি করা যাবে আক্রান্তদের। ৩টি হাসপাতালকে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর। বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ হাসপাতালকে তৈরি রাখা হচ্ছে।
প্রতি জেলায় ১টি করে কোভিড হাসপাতাল তৈরি রাখা হবে। হাসপাতাল চিহ্নিত করতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ। স্বাস্থ্যভবনের সঙ্গে সরকারি হাসপাতালগুলির বৈঠকে সিদ্ধান্ত। 

Covid Update: দেশের বিভিন্ন বিমানবন্দরে শুরু হয়েছে কোভিড পরীক্ষা

দেশের বিভিন্ন বিমানবন্দরে শুরু হয়েছে কোভিড পরীক্ষা। ফের কোভিড আতঙ্কের মাঝেই এমন পদক্ষেপ।

Coronavirus Update: মঙ্গলবার সারা দেশে কোভিড মকড্রিল

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক মঙ্গলবার সারা দেশে কোভিড মকড্রিল আয়োজন করবে।

Covid Update: কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের বৈঠক দিল্লির উপ মুখ্যমন্ত্রীর

কোভিড নিয়ে উদ্বেগ রাজধানীর বুকেও। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের বৈঠক দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার।

Coronavirus Update: কোভিড সংক্রমণে কাঁপছে চিন, উদ্বেগে ভারতও

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণে কাঁপছে চিন। ভারতে এখনও পর্যন্ত চার জনের শরীরে নতুন এই ভ্যারিয়েন্ট মিলেছে। তবে বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতে তা ততটা ভয়ঙ্কর হবে না। এই পরিস্থিতিতে ভারতের নিয়োগক্ষেত্র কিন্তু অতিরিক্ত সতর্ক। একে পুনরায় কোভিডের ভয়। দ্বিতীয়ত বিশ্বজুড়ে আর্থিক মন্দার আশঙ্কা। সাঁড়াশি চাপে একদিকে যেমন নিয়োগে রাশ টেনে, কোথাও কোথাও কর্মী ছাঁটাই করে কোম্পানির আর্থিক দিকটি ধরে রাখতে চেষ্টা করছে কর্তৃপক্ষ, তেমনই ফিরিয়ে আনার কথা ভাবছে ওয়ার্ক ফ্রম হোম।

Covid Update: কলকাতায় কোভিড পজিটিভ ব্রিটিশ পর্যটক

কলকাতায় কোভিড পজিটিভ (Covid Positive) ব্রিটিশ পর্যটক ( British Tourist )। দমদম বিমানবন্দর থেকে ভর্তি করা হল বেলেঘাটা আইডি-তে (Beleghata ID)। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন ব্রিটিশ পর্যটক।  আইসোলেশনে রাখা হয়েছে, জানানো হয়েছে ব্রিটেনের দূতাবাসকে, জানালেন স্বাস্থ্যসচিব। 

প্রেক্ষাপট

Corona virus Live updates : ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস। কোথায় দাঁড়িয়ে ভারত ? অন্যান্য দেশের অবস্থা-ই বা কী ?



  • দেশের বাইরে বিদেশে খুবই খারাপ অবস্থা চিনের। চিনে (China) লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid Infection)। বেগতিক দেখে কোভিড আপডেট প্রকাশ করা বন্ধ করল চিন।

  • চিনে আতঙ্ক (Panic in China) ধরিয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট (Covid New Variant) BF.7। কিন্তু, ভারতও কি একই রকম সমস্যায় পড়তে পারে ? এই প্রশ্নই কার্যত এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয়দের মনে। এব্যাপারে এবার আশ্বস্ত করলেন CSIR-সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির এক ঊর্ধ্বতন আধিকারিক। তাঁর মতে,  BF.7 ভ্যারিয়েন্টের চিনে যে গুরুতর অবস্থা হয়েছে তা ভারতে হবে না। কারণ, ভারতীয়রা ইতিমধ্যেই হার্ড ইমিউনিটি গড়ে ফেলেছে। 

  • তবে, কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন CCMB-র অধিকর্তা বিনয় কে নন্দীকুরি। তিনি বলছেন, যে কোনও রকম রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই ভ্যারিয়েন্টগুলির। এমনকী যাঁরা টিকা নিয়েছেন, তাঁদেরও সংক্রমিত করার ক্ষমতা রয়েছে। 

  • সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি আরও বলেছেন, ডেল্টায় যে গুরুতর অবস্থা হয়েছিল, তার মতো পরিস্থিতি হবে না। কারণ, আমাদের হার্ড ইমিউনিটি গড়ে উঠেছে। আমাদের হার্ড ইমিউনিটি আছে, কারণ আমরা অন্যান্য ভাইরাসের মুখে উন্মুক্ত রয়েছি। আমরা ডেল্টা ঢেউ দেখেছি, যেটা বিশাল ছিল। তারপরে আমরা টিকা নিই। তার পরে এল ওমিক্রন ঢেউ। আমরা বুস্টার ডোজ নিতে শুরু করি। আমরা একাধিক কারণে ভিন্ন। সেই কারণেই চিনে যা হয়েছে তা ভারতে হবে না। 
     


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.