- নির্দিষ্ট কোনও বয়স নয়, যে কোনও বয়সের লোকের করোনাভাইরাস হতে পারে। আগে থেকে অসুস্থ থাকলে আরও ভয়ঙ্কর হতে পারে করোনা।
- গরম, আপেক্ষিক আর্দ্রতা বেশি এমন এলাকাতেও করোনার জীবাণু ছড়াতে পারে। গরমে জীবাণু মরে যায় এমন কোনও স্পষ্ট প্রমাণ নেই।
- ঠাণ্ডা ও তুষারপাতে করোনা কমে না।
- গরম জলে স্নান করলে করোনার জীবাণু মরে যায় না।
- করোনার জীবাণু মারতে হ্যান্ড ড্রায়ার কোনও উপায় নয়।
- স্টেরিলাইজেশনের জন্য অত বেগুনি রশ্মি ব্যবহার করবেন না। এতে ত্বকে জ্বালা হতে পারে।
- কারও জ্বর থাকলে থার্মাল স্ক্যানারে বোঝা সম্ভব। কিন্তু সেই জ্বর করোনাভাইরাস কিনা বোঝা সম্ভব নয়।
- সারা শরীরে অ্যালকোহল বা ক্লোরিন ছেটালে শরীরে ইতিমধ্যেই ঢুকে যাওয়া করোনার জীবাণু মরবে না।
- নিউমোনিয়া বা এ ধরনের জ্বরের কোনও টিকা নেওয়া থাকলে করোনা হবে না এমন ভাবা ঠিক নয়।
- নাকে নিয়মিত স্যালাইন ঘষলে করোনা সংক্রমণ রোখা যাবে এমনটা নয়।
- রসুন শরীরের পক্ষে উপকারী ঠিকই কন্তু তাতে করোনা আটকানোর কোনও প্রমাণ নেই।
- জীবাণুর ওপর অ্যান্টবায়োটিক কাজ করে না, করে ব্যাকটিরিয়ার ওপর।
- করোনার প্রতিষেধক হিসেবে এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি।
করোনা: ১৫টি গুজব যা বিশ্বাস করলে অবশ্যই ঠকবেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2020 01:35 PM (IST)
দেখুন এ নিয়ে কী বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Bus passengers are given gel alcohol, as a preventive measure against the spread of the COVID-19 Coronavirus, at a transfer station in Quito, on March 13, 2020. (Photo by Rodrigo BUENDIA / AFP)
নয়াদিল্লি: যত করোনা ছড়াচ্ছে তত পাল্লা দিয়ে বাড়ছে গুজব। বাতাসে আর্দ্রতা বাড়লে করোনা কমবে, হ্যান্ড ড্রায়ার ভাইরাস মেরে ফেলে, গরম জলে চান করলে করোনা হয় না- এসব এমনই কিছু গুজব। দেখে নিন এমন কিছু রটনা যে সবে কান দিলে ঠকতে হবে। করোনার প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে বাজারে চলে এসেছে একের পর এক হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড। কোথাও বলা হচ্ছে, আকাশ থেকে হেলিকপ্টারে করোনার ওষুধ স্প্রে করা হবে আবার কোনওটায় বলা হচ্ছে, ভাল করে ড্রায়ারে হাত পরিষ্কার রাখুন, করোনা হবে না। বহু মানুষ বিশ্বাসও করে ফেলছেন এ সব গুজব। দেখুন এ নিয়ে কী বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। corona-html/index.html" width="640" height="180"></iframe>