ওয়াশিংটন: করোনাভাইরাসের জেরে বিশ্বের সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টেরও ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। অন্য কেউ নন, ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন এ কথা। করোনা ছারখার করে দিয়েছে পর্যটন ব্যবসা, খাঁ খাঁ করছে ট্রাম্পের হোটেল, গলফ কোর্স, রিসর্টগুলো।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পারিবারিক ব্যবসা হিসেবে তাঁর যে হোটেলগুলো রয়েছে সেগুলো এই করোনাভাইরাস সংক্রমণের জেরে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা বিশ্বেই পর্যটন ব্যবসা আপাতত লাটে উঠেছে ফলে ফাঁকা পড়ে রয়েছে তাঁর বিলাসবহুল হোটেলগুলো। এক সংবাদপত্রের দাবি, পরিস্থিতি এতটাই খারাপ যে খোদ মার্কিন প্রেসিডেন্টকে কর্মী ছাঁটাই করতে হয়েছে। নিউইয়র্ক ও ওয়াশিংটনের হোটেল থেকে কর্মী ছাঁটাই করেছেন তিনি, লস অ্যাঞ্জেলস ও মিয়ামির গলফ কোর্স বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে সব হোটেল বন্ধ রাখার কথা ভাবছেন তিনি, তাতে ভিড় এড়ানোও যাবে, লোকসানের পরিমাণও কমবে।
এই লোকসানে ব্যক্তিগত ক্ষতির কথা স্বীকার করে নিয়েছেন তিনি। বলেছেন, এই পরিস্থিতিতে শুধু তিনি নন, হিলটন ও অন্যান্য বিশ্বের সেরা হোটেল চেনগুলো ধুঁকছে। এখন আমাদের কাছ এই প্রথম সারির সংস্থাগুলোকে বাঁচানো, বাঁচাতেই হবে। ট্রাম্প বলেছেন।
ট্রাম্পের পারিবারিক ব্যবসার মধ্যে রয়েছে হোটেল, গলফ ক্লাব, রিসর্ট ইত্যাদি।
করোনার জেরে লোকসানে চলছে তাঁর ব্যবসা, জানালেন ট্রাম্প নিজেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2020 11:24 AM (IST)
এক সংবাদপত্রের দাবি, পরিস্থিতি এতটাই খারাপ যে খোদ মার্কিন প্রেসিডেন্টকে কর্মী ছাঁটাই করতে হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -