চেন্নাই: দুদিনের মধ্যে তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার। বৃহস্পতিবার, সেই সংখ্যা পাঁচ হাজার ছাড়াল।
গতকালই চেন্নাই বাদে রাজ্যে সর্বত্র মদের দোকান খুলেছে। কাকতালীয়ভাবে, ঠিক তার আগের দিনই রাজ্যের একদিনে সর্বাধিক কোভিড-১৯ আক্রান্তের সংখ্যাবৃদ্ধি ঘটেছে। বুধবার মোট ৭৭১ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার, আরও ৫৮০ জন নতুন করে আক্রান্ত হন। এরমধ্যে শুধুমাত্র চেন্নাই শহরেই আক্রান্ত হয়েছেন ৩১৬ জন।
গত ৪৮-ঘণ্টায় তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা ৫,৪০০ ছাড়িয়েছে। বুধবার প্রায় ১৪,২০০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২.০২ লক্ষ। সর্বশেষ তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে এখনও ৩,৮২২ জন কোভিড-১৯ অ্যাক্টিভ। রাজ্যের বিভীন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি প্রায় ৪ হাজার।