নয়া দিল্লি : দেশে গতকালের তুলনায় সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন।


এদিকে নতুন করে ৪৩ হাজার ৫০৯ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি সক্রিয় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন। তবে স্বাস্থ্য মন্ত্রকের এর আগের বুলেটিনে এই সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬। দেশে সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। 


এদিকে দেশে একদিনে সুস্থতার হারও গতকালের তুলনায় সামান্য কমল। গতকালের রিপোর্ট অনুযায়ী, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৪১,৬৭৮। কিন্তু, স্বাস্থ্য মন্ত্রকের আজকের বুলেটিন অনুযায়ী, নতুন করে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৪৬৫ জন। 


এদিকে দেশে সংক্রমণের নিরিখে প্রথমে রয়েছে কেরল। এখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৬ জন। তার পরেই রয়েছে মহারাষ্ট্র । এই রাজ্যে একদিনে আক্রান্ত ৬ হাজার ৮৫৭ জন। অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১০ জন। তামিলনাড়ুতে সংক্রমিতে সংখ্যা ১ হাজার ৭৫৬ এবং তার পরেই রয়েছে ওড়িশা। এখানে একদিনে আক্রান্ত ১ হাজার ৭০৩ জন। এই পাঁচটি রাজ্য থেকেই ৭৯.০২ শতাংশ সংক্রমিতকে পাওয়া গেছে। এর মধ্যে শুধুমাত্র কেরল রাজ্যেই নতুন করে সংক্রমণ ৫০.৬৯ শতাংশ।


নতুন করে ৪ হাজার ৪০৪ জন সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দেশে এই মুহূর্তে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন। অন্যদিকে দেশে জোরদার চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ লক্ষ ৯২ হাজার ৬৯৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এর জেরে দেশে মোট টিকাকরণ ৪৫,০৭,০৬,২৫৭। 


এদিকে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে কেরলে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে সেই রাজ্যে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।