নয়াদিল্লি: এবার ১২ হাজার পেরিয়ে গেল ভারতের দৈনিক কোভিড সংক্রমণের গ্রাফ। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড সংক্রমণ হয়েছে ১২৫৯১ জনের। যার ফলে সারা দেশে এখন অ্যাক্টিভ কোভিড কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২৮৬। 


বুধবারের বুলেটিনে নতুন সংক্রমণ ছিল ১০৫৪২টি। অর্থাৎ মাত্র একদিনেই এক ধাক্কায় ২০০০-এর মতো নতুন সংক্রমণের সংখ্যা বেড়েছে। গত সোমবার-মঙ্গলবার অনেকটাই নীচে নেমে গিয়েছিল কোভিড সংক্রমণের গ্রাফ। 


এখনও পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ছত্তীসগঢ় থেকে ৪ জনের, দিল্লি থেকে ৫ জনের, হিমাচল থেকে ২ জনের, কর্নাটক থেকে ৩ জনের, পুদুচেরি, তামিলনাড়ু, উত্তরাখণ্ড ও পঞ্জাব থেকে ১ জন করে, মহারাষ্ট্র থেকে ৬ জন, রাজস্থান থেকে ২ জনের কোভিড সংক্রমণ নিয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেরলেও গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট মৃত্যু হয়েছে ৪০ জনের। দেশে এখন দৈনিক পজিটিভিটি রেট ৫.৪৬ শতাংশ, সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫.৩২ শতাংশ। সারা দেশে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।


গতকাল, বুধবারই দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে একটি মিটিং করা হয়। তাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র।


শঙ্কা কোথায়?
বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট XBB1.16 টিকার কবচ বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এড়াতে পারে। গতিপ্রকৃতি যেদিকে তাতে আগামী চার সপ্তাহ কড়া নজরে রাখতে হবে বলে জানিয়েছেন তাঁরা।


ANI সূত্রের খবর, AIIMS-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেছেন, 'সারা দেশে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে। তবে এই সংক্রমণের অধিকাংশই মৃদু উপসর্গযুক্ত। হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও তেমন বাড়ছে না। এখন ভয়ের মতো পরিস্থিতি নেই।


১৮ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার কোভিড ১৯-এর জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছিল। তাতে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। বয়স্ক, শিশু, গর্ভবতী মহিলা এবং কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বারবার হাত ধোওয়া, অ্যালকোহল-বেসড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে তাতে। কোভিড পজিটিভ হলে এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। রাজ্যের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।


আরও পড়ুন: ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে 'ভুয়ো খবর' ছড়ানোর অভিযোগ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আরাধ্যা বচ্চন