নয়াদিল্লি: করোনায় কাঁপছে বিশ্ব। ইরানে একদিনে ৭৫ মৃত। ইরানে করোনা ভাইরাসে মৃত বেড়ে ৫১৪। গোটা বিশ্বে ৫ হাজারের বেশি মৃত্যু হয়েছে। সংবাদসংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, বিশ্বে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ৫,০৪৩ জনের।


এর মধ্যে, চিনে মারা গিয়েছেন ৩,১৭৬ জন। চিনের পরই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেদেশে মারা গিয়েছেন ১,০১৬ জন। এরপরই রয়েছে ইরান। সেখানে করোনার বলি হয়েছেন ৫১৪ জন।


এখনও পর্যন্ত বিশ্বের মোট ১২১টি দেশ ও প্রদেশে ছায়া পড়েছে করোনাভাইরাসের। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৩০০।


নোভেল করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি ট্রুডো। সংক্রমণ ঠেকাতে আইসোলেশনে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-ও। স্পেনের মন্ত্রী আইরিন মন্তেরোর শরীরেও নোভেল করোনার সংক্রমণ মিলেছে। সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টিনে স্পেনের উপ প্রধানমন্ত্রী।

বিশ্বজুড়ে করোনা-ত্রাসে বহু দেশই বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এভারেস্ট অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নেপাল।

করোনা-আশঙ্কায় ওয়াল্ট ডিজনির অ্যাকশন ছবি ‘মুলান’ ও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সাম্প্রতিক ছবির মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত।

সংক্রমণ এড়াতে সত্তরোর্ধ্বদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ।

ইতালিতে মৃতের সংখ্যা দ্রুত হারে বেড়ে যাওয়ায় ৩ এপ্রিল পর্যন্ত রোমে সমস্ত গির্জা বন্ধ রাখার সিদ্ধান্ত। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও প্যারিসে ডিজনিল্যান্ডও বন্ধ।

নিউ ইয়র্কে ৫০০-র বেশি জমায়েতে নিষেধাজ্ঞা। বন্ধ ব্রডওয়ে থিয়েটার।

ক্রীড়াজগতেও করোনার থাবা। নোভেল করোনায় আক্রান্ত ব্রিটেনের অন্যতম সেরা ক্লাব আর্সেনালের ম্যানেজার মিকেল আর্টেটা। চিনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চেলসির ১৯ বছরের তরুণ ফুটবলার হাডসন ওডোই।

এদিকে, করোনা-সংক্রমণ রুখতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড একদিনের সিরিজ ফাঁকা মাঠে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অস্ট্রেলিয় মহিলা ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। করোনা-আতঙ্কে মার্চের শেষে দুবাইতে আইসিসি-র সভাও স্থগিত রাখার সিদ্ধান্ত। মে মাসের গোড়ায় এই সভা হবে।

করোনা আতঙ্কে এদেশে সবকটি টুর্নামেন্ট বাতিল করেছে প্রফেশনাল গলফ্ ট্যুর অফ ইন্ডিয়া।