নয়াদিল্লি: করোনাভাইরাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তাবকে স্বাগত জানাল সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি। মারণ ভাইরাসের মোকাবিলা করতে যৌথ-কৌশল গঠন করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী মোদি। শুক্রবার, সেই প্রস্তাবকে স্বাগত জানান সার্ক-গোষ্ঠীভুক্ত রাষ্ট্রনেতারা। একযোগে করোনা মোকাবিলার প্রতিশ্রুতিও দেন সকলে।
যেমন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবয় রাজাপক্ষে জানান, করোনা-সংক্রান্ত আলোচনায় অংশ নিতে এবং ভাইরাস মোকাবিলায় নিজেদের জ্ঞান ও পন্থা ভাগ করতে তাঁর দেশ প্রস্তুত। ট্যুইটারে তিনি মোদিকে লেখেন, আপনার উদ্যোগকে স্বাগত। আসুন সকলে এই বিপদের সময় এক হই এবং নিজেদের নাগরিকদের সুরক্ষিত করি।
এর আগে, মোদি ট্যুইটে সার্ক দেশগুলির উদ্দেশ্যে আহ্বান করেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যৌথ পরিকল্পনা রূপায়ণ করতে। প্রধানমন্ত্রী লেখেন, আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ রাখব, আমাদের নাগরিকদের সুস্থ রাখতে বিভিন্ন রাস্তা খুঁজে বের করব।
মোদির ট্যুইটের কিছুক্ষণের মধ্যেই ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং লেখেন, মোদির নেতৃত্বে ওই অঞ্চলে যে দ্রুত ফল হবে, সেই নিয়ে তাঁর মনে কোনও দ্বিধা নেই। শেরিং বলেন, এটাই নেতৃত্ব। এই অঞ্চলের নাগরিক হওয়ার দরুন, আমাদের এই সময়ে এক জোট হওয়া উচিত। ছোট অর্থনীতির ক্ষতি বেশি। তাই সমন্বয় বজায় রাখা উচিত। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে আমরা দ্রুত ও প্রভাবী ফল পাব।
মোদির প্রস্তাবকে স্বাগত জানান মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিও। লেখেন, কোভিড-১৯ কে হারাতে হলে একজোট হতে হবে। আমরা আপনার প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।