নয়া দিল্লি : একদিকে ভারতে কমল দৈনিক সংক্রমণ। কিন্তু অন্যদিকে ভয় ধরাচ্ছে বিদেশ থেকে আসা পর্যটকদের একের পর এক করোনা পজিটিভ হওয়ার খবর। তাজমহলে করোনা সংক্রমিত পর্যটকের পর বার ইংল্যান্ড থেকে ভারতে আসা ৩ পর্যটকের শরীরেও মিলল করোনার হদিশ। 


 ৪ বিদেশি পর্যটকের করোনা


এছাড়া, মায়ানমার থেকে আসা ১ পর্যটকও করোনা আক্রান্ত। এই ৪ বিদেশি পর্যটকেরই খোঁজ মিলেছে বুদ্ধগয়ায়। বুদ্ধগয়া একটি অতি প্রসিদ্ধ স্থান। অনেক বিদেশিরই আনাগোনা লেগে থাকে এখানে। ব্যাঙ্কক থেকে উড়ানে এসেছিলেন বিদেশি পর্যটকরা। ওই বিমানে ছিলেন মোট ৩৩ জন যাত্রী। এখন সব যাত্রীর দিকেই নজর প্রশাসনের। 

তাজমহলেও আতঙ্ক


অন্যদিকে আবার, আগ্রার তাজমহলে সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে রবিবার  COVID-19-এর অস্তিত্ব পাওয়া গিয়েছে। জানিয়েছেন, আগ্রার চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ডা. অরুণ কুমার শ্রীবাস্তব ।  তবে তা কোন স্ট্রেন জানা যায়নি এখনও। নমুনাটি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনাটি লখনউতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে । আগরা বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্টেশনগুলিতে কোভিড পরীক্ষা জোরদার । সমস্ত পর্যটকপ্রিয় স্থানগুলিতে বিশেষ নজর বিদেশিদের দিকে। 


 নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণে কাঁপছে চিন


করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণে কাঁপছে চিন। ভারতে রবিবার পর্যন্ত চার জনের শরীরে নতুন এই ভ্যারিয়েন্ট মিলেছে। তবে বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতে তা ততটা ভয়ঙ্কর হবে না। ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সময় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। তারপর ধীরে ধীরে ভ্যাকসিনেশন শুরু হয় দেশে। পরবর্তীকালে দেওয়া হয় বুস্টার ডোজও। 


কেন্দ্রীয় সংস্থা CSIR-এর অধীনে থাকা গবেষণা সংস্থা Centre for Cellular and Molecular Biology-র এক শীর্ষ আধিকারিকের দাবি, পরপর এই ঘটনাগুলির জেরে ভারতবাসীর শরীরে রোগপ্রতিরোধক ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। যার থেকে আশা করা যায়, ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণ ততটা মারাত্মক হবে না।   


 এরই মধ্যে আশা জাগিয়ে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্তর সংখ্যা কমল ১০ শতাংশের বেশি।



  • গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর

  • রবিবার একদিনে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা ছিল ২২

  • গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন

  • দেশে সব মিলিয়ে করোনা-মুক্ত হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষের বেশি

  • দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৮ শতাংশ

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য সোমবার ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের ( IMA ) র সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি এবং প্রস্তুতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করবেন।