নয়া দিল্লি: দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের আড়াইশো পার। তবে কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৪ জন। 



গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ১৮৪। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৭১৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৮৪ হাজার ২৬১।   







ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা ১২০০-র উপরে উঠে গিয়েছিল একটা সময়ে। সেখান থেকে কমে ১০০-য় নেমে যায় করোনায় দৈনিক মৃতের সংখ্যা। তবে তা আবার বেড়ে ২৫০-র উপরে চলে গিয়েছে। সারা দেশের মতোই পশ্চিমবঙ্গেও করোনা (Coronavirus) সংক্রমণ অনেকটা কমে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে বেশিরভাগ বিধিনিষেধই শিথিল করা হয়েছে। তবে নাইট কার্ফু এখনও জারি আছে। রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া বাকি সব গাড়ি চলাচল নিষিদ্ধ। রাতে সাধারণ মানুষের অবাধ চলাফেরার উপরেও বিধিনিষেধ জারি আছে। তবে দোলের আগে এই বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।


শুক্রবার দোল (Dol Yatra)। তার আগের দিন সন্ধেবেলা ন্যাড়াপোড়া (Holika Dahan) উপলক্ষে নাইট কার্ফু (Night Curfew) শিথিল করার কথা ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)।