সব মিলিয়ে ভারতে এখন করোনা আক্রান্ত অন্তত ১৬,৩৮,৮৭১ জন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। অ্যাকটিভ কেস ৫,৪৫,৩১৮টি, ১০,৫৭,৮০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩৫,৭৪৭ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত গোটা দেশে ১,৮৮,৩২,৯৭০ জনের করোনা পরীক্ষা হয়েছে, শুধু গতকালই পরীক্ষা হয়েছে ৬,৪২,৫৮৮ জনের। একদিনে ৬ লাখের বেশি নমুনা পরীক্ষা করে ভারত আরও একটি ল্যান্ডমার্ক স্পর্শ করল, টুইট করেছে স্বাস্থ্য মন্ত্রক।
মন্ত্রক জানিয়েছে, করোনা রুখতে তাদের পরিকল্পনা হল, আরও বেশি টেস্টিং, ট্র্যাকিং ও ট্রিটমেন্ট। প্রতিদিন ১০ লাখ নমুনা পরীক্ষার লক্ষ্য নিয়েছে তারা।
করোনা সংক্রমণের হিসেবে ভারত বিশ্বের তৃতীয় আক্রান্ত দেশ। সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকা, তারপরই ব্রাজিল। তবে প্রতি ১০ লাখ জনসংখ্যায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হিসেব করলে ভারতের অবস্থা অন্যান্য দেশের থেকে অনেক ভাল।