নয়াদিল্লি: আসন্নপ্রসবা। সন্তান জন্ম দেওয়া আর সময়ের অপেক্ষা। কিন্তু প্রাথমিক পরীক্ষায় দেখা গেল তিনি করোনা আক্রান্ত। এরপর তাঁকে নিয়ে হাসপাতাল-হাসপাতালে ঘুরেছেন পরিবারের লোকজন। কিন্তু কোথাও ভর্তি করা যাচ্ছিল না ২৮ বছরের অন্তস্বত্ত্বাকে। অবশেষে তাঁকে ভর্তি করা যায় ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে।
মা আক্রান্ত করোনায়। তাই সন্তানের স্বাস্থ্য নিয়ে সবাই চিন্তিত ছিল। কিন্তু দেখা গেল সদ্যোজাতর শরীরে করোনা সংক্রমণ নেই।
হাসপাতাল সূত্রের খবর, ' স্ত্রী রোগ বিশেষজ্ঞ কিরণাভ দাশ ও অজয় সিনহার তত্ত্বাবধানে সন্তানের জন্ম দিয়েছেন করোনা আক্রান্ত মা। সন্তানের শরীরে করোনা সংক্রমণ নেই।'
চিকিৎসক সিনহা জানিয়েছেন, অন্যান্যদের থেকে অন্তস্বত্ত্বার শরীরে সংক্রমণের সম্ভাবনা বেশি। তাঁর মতে, অনেক করোনা আক্রান্তেরই সেভাবে কোনও উপসর্গ থাকে না। তাই কোভিড পজিটিভ মায়েদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হয়, যাতে সংক্রমণ না ছড়ায়।
হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার প্রেগন্যান্সির অ্যাডভান্স স্টেজে করোনা ধরা পড়ে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক ছিল, যাতে করোনা না ধরা পড়ে। নবজাতকের শরীরে থাবা বসায়নি ভাইরাস।
মা করোনা আক্রান্ত, সদ্যোজাত সন্তানের শরীরে নেই সংক্রমণ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2020 03:28 PM (IST)
মা আক্রান্ত করোনায়। তাই সন্তানের স্বাস্থ্য নিয়ে সবাই চিন্তিত ছিল। কিন্তু দেখা গেল সদ্যোজাতর শরীরে করোনা সংক্রমণ নেই।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -