শাওমি রেডমি ৮ পিছনে, এ বছরের প্রথম ত্রৈমাসিকে সেরা স্যামসাং গ্যালাক্সি এ৫১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2020 12:13 PM (IST)
রিপোর্টে আরও বলা হয়েছে, এই ত্রৈমাসিকে বিশ্বজুড়ে ২৭৫ মিলিয়ন ইউনিট স্মার্টফোন রফতানি হয়েছে, এর মধ্যে অ্যান্ড্রয়েড ফোনই ৮৬ শতাংশ।
কলকাতা: বিশ্বজুড়ে করোনা লকডাউনের মধ্যেই ভাল ব্যবসা করছে স্যামসাং। এ বছরের প্রথম ত্রৈমাসিকে তাদের গ্যালাক্সি এ৫১ স্মার্টফোন গোটা দুনিয়ায় সব থেকে বেশি বিক্রি হয়েছে। রেডমি ৮ ও স্যামসাংয়েরই ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২০+কে পিছনে ফেলেছে তারা। শুধু এই দুই ফোনই নয়, স্যামসাংয়ের আরও ২টি ফোন রয়েছে প্রথম ত্রৈমাসিকে সর্বাধিক বিক্রিত ৬ ফোনের তালিকায়। স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর নিল মস্টোন বলেছেন, অ্যান্ড্রয়েড বিভাগে স্যামসাং প্রথম ৬-এর মধ্যে ৪চটি স্থানই দখল করেছে। শাওমি আছে ২ নম্বরে। স্যামসাং গ্যালাক্সি এ৫১ (৪জি) এখন বিশ্বের সর্বাধিক বিক্রিত অ্যান্ড্রয়েড স্মার্টফোন, প্রথম ত্রৈমাসিকে বিশ্বে যত স্মার্টফোন বিক্রি হয়েছে তার ২.৩ শতাংশ বাজার এদের দখলে। বিশেষ করে এশিয়া ও ইউরোপে এই ফোন খুবই জনপ্রিয়। শাওমি রেডমি-র দখলে ১.৯ শতাংশ বাজার। ভারতে ও চিনে এই ফোনের বিক্রি দারুণ, ইউরোপেও বিক্রি বাড়ছে। তৃতীয় স্থানে রয়েছে স্যামসাংয়েরই গ্যালাক্সি এস২০+, তাদের মার্কেট শেয়ার ১.৭ শতাংশ। এটিই প্রথম ৬ ফোনের মধ্যে এখমাত্র সুপার প্রিমিয়াম মডেল। রিপোর্টে আরও বলা হয়েছে, এই ত্রৈমাসিকে বিশ্বজুড়ে ২৭৫ মিলিয়ন ইউনিট স্মার্টফোন রফতানি হয়েছে, এর মধ্যে অ্যান্ড্রয়েড ফোনই ৮৬ শতাংশ। এই স্ট্র্যাটেজি ফার্ম জানিয়েছে, শেষ কয়েক বছরে মোবাইল সংস্থাগুলি ফোন বিক্রিতে ভর্তুকি দেওয়া কমিয়ে দিয়েছে, তারপর করোনার জেরে আর্থিক মন্দাও চলছে বহু দেশে। ফলে স্মার্টফোনের ক্রেতারা ফোনের দাম নিয়ে আগের থেকে বেশি মাথা ঘামাচ্ছেন, সস্তায় কত ভাল অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় তার ওপর জোর দিচ্ছেন তাঁরা।