বেঙ্গালুরু: করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের ছায়া তথ্য ও প্রযুক্তি শিল্প মহলেও। শুক্রবার গুগল তাদের বেঙ্গালুরুর অফিসের এক কর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে বাকিদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে বলে জানায়। এবার ইনফোসিস জানাল, তারা এখানে তাদের স্যাটেলাইট কেন্দ্রগুলির একটি খালি করেছে সেখানকার এক কর্মীর কোভিড-১৯ সংক্রমণের সন্দেহে।
এক বিবৃতিতে ইনফোসিস বলেছে, বেঙ্গালুরুতে আমাদের স্যাটেলাইট ভবনগুলির একটি খালি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের এক কর্মী কোভিড-১৯ হয়েছে, এমন এক সন্দেহভাজন ব্য়ক্তির সংস্পর্শে এসেছেন বলে জানার পর আগাম সতর্কতা হিসাবে এই পদক্ষেপ। কর্মীদের বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাময়িক অফিস খালি করার ফলে খদ্দেরদের চাহিদা পূরণে কোনও খামতি হবে না।
গতকাল গুগলের বিবৃতিতে বলা হয়, আমরা নিশ্চিত করে বলতে পারি, আমাদের বেঙ্গালুরু অফিসের এক কর্মী কোভিড-১৯-এ সংক্রামিত হয়েছেন। তাঁকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। ওই কর্মীর সংস্পর্শে আসা বাকিদেরও নিজে থেকে কোয়ারান্টাইনে থেকে শরীরের ওপর নজর রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, দেশে দেশে যেভাবে করোনাভাইরাস সংক্রমণ ঘটছে, তাতে তাকে অতিমারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।