নয়াদিল্লি: দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতি একাধিক রাজ্য স্থগিত করেছে পরীক্ষা। করোনার সংক্রমণ রুখতে বোর্ড পরীক্ষা স্থগিত করেছে মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। গতকালই কেন্দ্র ঘোষণা করেছে, চলতি বছর দশম শ্রেণির সিবিএসই পরীক্ষা বাতিল করা হল। স্থগিত রাখা হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সেই পথে হেঁটেই পরীক্ষা স্থগিত করল একাধিক রাজ্য।


কী হবে এরাজ্যে? সূত্রের খবর, আপাতত পরিস্থিতি পর্যালোচনা করছে রাজ্য সরকার। এখনও এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। একই অবস্থান উত্তরপ্রদেশের। পরিস্থিতি পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেবে যোগী আদিত্যনাথের সরকার।


দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয় হিমাচল প্রদেশে। কিন্তু সংক্রমণ বৃদ্ধির জেরে পরীক্ষা স্থগিত করে রাজ্য সরকার। আগামী ১ মে  পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। চলতি মাসের শেষ মহারাষ্ট্রে বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু দশম এবং দ্বাদশের পরীক্ষা স্থগিত করেছে উদ্ধব ঠাকরের সরকার।


যদিও বোর্ড পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই হবে বলে জানিয়ে দিয়েছে কর্নাটক সরকার। পাশাপাশি মেঘালয় সরকার জানিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। তবে দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকার জানিয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর, পরিস্থির উপর নজর রাখা হবে। তারপর সংশ্লিষ্ট পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।


উল্লেখ্য গতকাল শিক্ষামন্ত্রকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে সিদ্ধান্তের পর শিক্ষামন্ত্রক পরীক্ষা বাতিল ও স্থগিতের ঘোষণা করে। এই প্রথম সিবিএসই বোর্ড পরীক্ষা বাতিল করে দিল। দশম শ্রেণির পরীক্ষা বাতিল হওয়ায় এর প্রভাব পড়বে দেশজুড়ে ২১ লক্ষ উপর। যদিও এখনও পর্যন্ত পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। সিআইএসসিই-র সচিব গেরি আরাথুন জানিয়েছেন, আপাতত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।