ভোপাল: ঠিক যেন গতবছরের আতঙ্ক নতুন করে ফিরে এসেছে ৷ দেশজুড়েই বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা ৷ দৈনিক সংক্রমণের সংখ্যায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ মধ্যপ্রদেশেও করোনা পরিস্থিতি এখন ভয়ঙ্কর ৷ তবে এর মধ্যেই সে রাজ্যের এক মন্ত্রীর কথায় বিতর্ক তৈরি হয়েছে ৷ করোনায় মৃত্যু নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী প্রেম সিংহ প্যাটেল বলেছেন, ‘এই মৃত্যু কেউ থামাতে পারে না। প্রত্যেককে করোনার হাত থেকে উদ্ধারের জন্য সহযোগিতার আবেদন জানাচ্ছে। এর পাশাপাশি তিনি বলেছেন, যে প্রতিদিন অনেক লোক মারা যাচ্ছে। মানুষ বৃদ্ধ হওয়ার পর তাদের মরতেই হবে। প্রেম সিং প্যাটেল এইভাবেই বাড়তি বয়সের সঙ্গে করোনার মৃত্যুকে জুড়েছিলেন। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, যে এই সঙ্কট কবে শেষ হবে সে বিষয়ে সরকার কিছু বলতে পারছে না।
মন্ত্রীর এই অদ্ভূত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ সংবাদসংস্থা এএনআই সেই ভিডিওটি শেয়ারও করে ৷ প্যাটেল বলেন, ‘‘ আমি মানছি মৃত্যু হচ্ছে মানুষের ৷ আর করোনায় মৃত্যুকে কেউ আটকাতে পারবে না ৷ আমি একাই এ কথা শুধু বলছি না ৷ ভাইরাসের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে ৷’’
করোনার বিরুদ্ধে কীভাবে মানুষ লড়াই করবেন, সেই পরামর্শ তিনি দিয়েছেন ৷ প্যাটেল জানান, ‘‘এই বিষয়টি বিধানসভায় আলোচনা হয়েছে ৷ মানুষকে মাস্ক পরতেই হবে ৷ এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে ৷ ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন ৷ আমরা সেই ব্যবস্থাও করেছি ৷’’
এদিকে দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষ। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি।
কমার নাম নেই । উল্টে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,০০,৭৩৯ জন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪০,৭৪,৫৬৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৭,১৮৭৭ জন।
পরিসংখ্যান বলছে, নিত্যদিন বেড়েই চলেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,০৩৮ জন। যা দেশের করোনা মৃত্যুর সংখ্যাকে একধাপে ১,৭৩,১২৩-তে পৌঁছে দিয়েছে। তবে এত মৃত্যুর মধ্যেও আশা জাগাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত করোনা যুদ্ধে জয়ী হয়েছেন, ১,২৪,২৯,৫৬৪ জন।