COVID 19 Live: চিন-জাপান সহ ৬টি দেশ থেকে আসা বিমানযাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক

COVID 19 Live Updates: করোনা নিয়ে উৎকণ্ঠার মধ্যে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব । কী বলছেন কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা ?

ABP Ananda Last Updated: 29 Dec 2022 10:38 PM
Covid 19 News: আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে

কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে। 

WB Covid 19 News: কমল কোভিড পজিটিভিটি রেট

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় কমল কোভিড পজিটিভিটি রেট। ০.১৯ শতাংশ থেকে হল ০.১১ শতাংশ

WB Covid 19 News: কমল কোভিড পজিটিভিটি রেট

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় কমল কোভিড পজিটিভিটি রেট। ০.১৯ শতাংশ থেকে হল ০.১১ শতাংশ

Covid 19 News: ভয় বাড়াচ্ছে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7

চিনকে ছারখার করছে করোনা। এই পরিস্থিতিতে ভারতে, ভয় বাড়াচ্ছে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7। 

WB Coronavirus Update: বাংলায় কমল দৈনিক সংক্রমণের সংখ্যা

বাংলায় কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। রইল রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন।







 


 


 

WB Covid 19 News: রাজ্যের হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর রাখার নির্দেশ

 রাজ্যে বৈঠকে কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে।  সব ধরনের কিট যেন মজুত থাকে, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর রাখতে বলা হয়েছে। 

Covid 19 News: কোভিডের প্রয়োজনীয় ওষুধ নিয়ে আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী

কোভিড মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ নিয়ে ফার্মাসি সংস্থাগুলির সঙ্গে আলোচনা সারলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।


 





WB Covid 19 News: রাজ্যে কত শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন ?

নবান্ন সূত্রে দাবি, রাজ্যে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে যে বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে, সেকথা কেন্দ্রীয় সরকারকে জানানো হবে।                                            

Covid 19 News: চিন-জাপান সহ ৬টি দেশ থেকে আসা বিমানযাত্রীদের কী বাধ্যতামূলক ?

চিন-জাপান সহ ৬টি দেশ থেকে আসা বিমানযাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। একাধিক দেশে কোভিড উদ্বেগের মধ্যে পদক্ষেপ। 

WB Coronavirus News: কোভিড বাড়লে কলকাতার এই ৩টি হাসপাতালে ভর্তি করা যাবে আক্রান্তদের

কোভিড বাড়লে কলকাতার ৩টি হাসপাতালে ভর্তি করা যাবে আক্রান্তদের। ৩টি হাসপাতালকে চিহ্নিত করেছে  স্বাস্থ্য দফতর। বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ হাসপাতালকে তৈরি রাখা হচ্ছে ।

WB Covid 19 News: কোভিড মোকাবিলায় রাজ্যজুড়ে ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত

করোনা নিয়ে উৎকণ্ঠার মধ্যে নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব (Chief Secretary)। সূত্রের দাবি, রাজ্যজুড়ে করোনার (Corona) জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে।  

Covid 19 News: বিমানযাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক

চিন-জাপান সহ ৬টি দেশ থেকে আসা বিমানযাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক।  





প্রেক্ষাপট

করোনা নিয়ে উৎকণ্ঠার মধ্যে নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব (Chief Secretary)। সূত্রের দাবি, রাজ্যজুড়ে করোনার (Corona) জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। এর পাশাপাশি হাসপাতাল গুলিকে সরঞ্জাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে বলা হয়েছে।


কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতিতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।         


করোনা আক্রান্তদের উপর বিশেষ নজরদারি করতে হবে। যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের দিকে নজর দিতে হবে। এয়ারপোর্টে নজরদারি আরও বাড়াতে বলা হয়েছে।            


আতঙ্ক ধরাচ্ছে করোনার জিনগত ভ্যারিয়েন্ট। কারণ তার উপরেই নির্ভর করবে আক্রান্ত রোগীর আরোগ্যর জন্য প্রকৃত কী প্রয়োজন ? সেই সঙ্গে আরও বড় প্রশ্ন উঠছে বুস্টার ডোজ পেয়েছেন কতজন ? ।    


তবে নবান্ন সূত্রে দাবি, রাজ্যে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে যে বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে, সেকথা কেন্দ্রীয় সরকারকে জানানো হবে।    


প্রসঙ্গত, ওমিক্রনের দাপটে কার্যত কেঁপেছিল গোটা বিশ্ব। ফের কোভিড নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে। তার পিছনেও রয়েছে ওমিক্রনেরই একটি সাবভ্যারিয়েন্ট। চিনে যে কোভিড সংক্রমণ বাড়ছে তার জন্য দায়ী ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। সেই ভ্য়ারিয়েন্ট নাকি ইতিমধ্যেই ভারতে পাওয়া গিয়েছে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.