নয়াদিল্লি: লকডাউনই করোনার মতো বিশ্বজোড়া মহামারী ঠেকানোর একমাত্র উপায় নয়। প্রয়োজন দ্রুত পরীক্ষা। এই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর। সংস্থার মতে, লকডাউনে যে সময় পাওয়া যাচ্ছে, সেই সময়টা করোনা প্রতিরোধে সঠিকভাবে কাজে লাগানো উচিত। এই সময়ের মধ্যে আরও দ্রুততার সঙ্গে বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা দরকার বলে মনে করে হু।
বুধবার হু-এর মহাসচিব তেদরোস আধানোম বলেন, কোভিড ১৯-এর সংক্রমণ ঠেকাতে ভারত সহ বহু দেশ লকডাউন প্রক্রিয়া অবলম্বন করেছে। তবে, এটা যথেষ্ট নয়। লকডাউনের ফলে করোনা চিরতরে খতম হবে না। ফলে, লকডাউনের সময়ে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁর পরামর্শ, এই সময়ে সকলের উচিত বাড়িতে থাকা এবং যাতায়াতকে একেবারে কমিয়ে আনা। এর ফলে, স্বাস্থ্যের ওপর চাপ কমে যায়। তবে, নিজে থেকে করোনা থামবে না। তিনি যোগ করেন, যে সব দেশ এখন লকডাউনে রয়েছে, তাদের উচিত এখনই ভাইরাসকে পাল্টা আঘাত করা। আপনাদের কাছে এটাই সুযোগ। এখন প্রশ্ন, কী করে তা ব্যবহার করবেন। হু প্রধানের মতে, করোনার চিকিৎসার সেরা ও সবচেয়ে দ্রুত পদ্ধতি হল রোগীর চিহ্নিতকরণ, পৃথককরণ, পরীক্ষা ও চিকিৎসা। কারণ, বর্তমান আর্থসামাজিক প্রতিবন্ধকতার মধ্যে এই পদ্ধতিই সবচেয়ে ভাল কাজ করবে।
করোনাভাইরাস: শুধু লকডাউন করলেই হবে না, মহামারী ঠেকাতে প্রয়োজন দ্রুত পরীক্ষার, জানাল হু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Mar 2020 01:42 PM (IST)
হু-র মতে, লকডাউনে যে সময় পাওয়া যাচ্ছে, তা করোনা প্রতিরোধে সঠিকভাবে কাজে লাগানো উচিত।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -