করোনাবিধি মানার বালাই নেই। প্রায় ৫০০ জনকে কোচিন ক্লাস চালাচ্ছিলেন এক শিক্ষক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কোচিং সেন্টারের মালিককে। গুজরাতের রাজকোটে ঘটনাটি ঘটেছে। সরকারের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে শতাধিক ছাত্রকে এক ছাদের তলায় বসিয়ে কোচিংয়ের অভিযোগ উঠেছে এই সেন্টারের বিরুদ্ধে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজকোটের জসদানে পাঁচশোরও বেশি ছাত্রকে নিয়ে কোচিং করানোর খবর পান তারা। খবর পেয়ে এই কোচিং সেন্টারে পৌঁছয় পুলিস। অভিযোগ, ৫৫৫ জন পড়ুয়া নিয়ে চলছিল ক্লাস। সেখান থেকে কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
রাজকোটের পুলিশ সুপার বলরাম মিনা জানিয়েছেন, 'কোভিডবিধি মানেননি অভিযুক্ত। ভারতীয় দণ্ডবিধি এবং মহামারি আইনের আওতায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। ও পড়ুয়াদের বাবা-মার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।'
পুলিশ সূত্রে খবর, সংখ্যলভ কোচিং সেন্টারের পাশাপাশি একটি হস্টেলও চালাতেন ওই ব্যক্তি। কোচিং সেন্টার চত্বরেই ওই হস্টেল। স্কুলের প্রবেশিকা পরীক্ষার কোচিং করাতেন সংখ্যলভ। তিনি দাবি করেছেন, পড়ুয়াদের অভিভাবকদের অনুমতিতেই হস্টেলে রাখা হয়েছিল পড়ুয়াদের।
পুলিস জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ওই সেন্টারে হানা দিতেই পুলিশ চক্ষু চড়ক গাছ। দেখা যায়, এক সঙ্গে ৫৫৫ জন পড়ুয়া ওই সেন্টারে কোচিং নিচ্ছেন। পড়ুয়াদের প্রত্যেকেরই বয়স আনুমানিক ৯ থেকে ১০-এর মধ্যে। এদের কারও মুখেই মাস্ক ছিল না বলে জানিয়েছে পুলিস। কোভিড আবহে নিষেধাজ্ঞা না মেনে সংক্রমণের ঝুঁকি নেওয়ায় জয়সুখ সংখ্যলভ নামে ওই কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করে পুলিশ।