কলকাতা: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, টলি পাড়ার অভিনেত্রীদের মধ্যে অবশ্যই অন্য়তম। তবে শুধুমাত্র অভিনেত্রীই নয়, তাঁর আরও একটি পরিচয় আছে। এবছর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান অভিনেত্রী সায়ন্তিকা।যদিও ভোটের পর তার হারের খবরই প্রকাশ্যে আসে। তবে প্রচারের জন্য তিনি জানপ্রাণ লড়িয়ে দিয়েছিলেন। প্রচারের কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয় সেকারণে বাঁকুড়ায় একটি বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন অভিনেত্রী।


তবে এবার একেবারে অন্য একটি কারণে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। সম্প্রতি অভিনেত্রী টুইট করে জানান তাঁর বাবা করোনা আক্রান্ত হয়েছেন। তবে পাশাপাশি তিনি এও লেখেন যে, তিনি ও তাঁর মা একেবারে সুস্থ রয়েছেন। তাঁর বাবা যে এইমুহূর্তে আইসোলেশনে আছেন একথাও জানান এই টলি তারকা। সকলের উদ্দেশ্য তিনি নিজেদের সঠিক ভাবে যত্ন নেওয়ার কথাও উল্লেখ করেন। পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে সবাইকে মাস্ক পরার আর্জিও জানিয়েছেন অভিনেত্রী। আর্জি জানিয়েছেন টিকা নেওয়ারও।


অভিনয়ের পাশাপাশি সায়ন্তিকাকে সবাই ফিটনেস ফ্রিক বলেও চেনেন। নিজের সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই  এই টলি অভিনেত্রী বিভিন্ন ব্যয়ামের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন।


প্রসঙ্গত, বাবার সঙ্গে সায়ন্তিকার সম্পর্ক অনেকটা বন্ধুর মতই। একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন সময়ে তাঁকে বাবার সঙ্গে ছবি পোস্ট করতেও দেখা গেছে।


অন্যদিকে এবছর বিধানসভা ভোটে অল্প ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে হেরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “… আমি প্রথম দিনই বলেছিলাম বাঁকুড়া আমার নিজের পরিবার। তাই ব্যালটের রেজাল্ট কিংবা কয়েকটা ভোটের ব্যবধানে আমার প্রতিশ্রুতিগুলো বদলায়নি। প্রথম দিনের মতো আজকের দিনেও আমি ঠিক একই কথা বলব সুখে না থাকতে পারি দুঃখে অবশ্যই থাকব…।’


এর পাশাপাশি টলি অভিনেত্রী সায়ন্তিকা জানান যে, তিনি সবসময়ই মানুষের সেবা করতে চান। এই কঠিন সময়েও তিনি মানুষের পাশে আছেন।