নিউ দিল্লি : করোনা মোকাবিলায় প্রয়োজন পড়ছে প্রচুর চিকিৎসা সামগ্রীর। সেই চাহিদা মেটাতে বিভিন্ন দেশ থেকে ১৯০ টনের বেশি ওজনের চিকিৎসা সামগ্রী এনেছে এয়ার ইন্ডিয়া। জার্মানি, আমেরিকা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইংল্যান্ড থেকে এই জীবনদায়ী জিনিসগুলি আনা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১০ দিন ধরে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অক্সিজেন কনসেনট্রেটর, বাইপ্যাপ মেশিন এবং ভেন্টিলেটরের মতো চিকিৎসা সামগ্রী নিয়ে আসছি। এখনও পর্যন্ত ১৯০ টনের বেশি ওজনের ৮০০০ মেডিক্যাল ইকুইপমেন্ট আনা হয়েছে। হংকং, জার্মানি, আমেরিকা, সিঙ্গাপুর, দুবাই ও লন্ডন থেকে এইসব সামগ্রী আনা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহের জন্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাজন, তেমাসেক ফাউন্ডেশন, ফিলিপ্স, সিঙ্গাপুরের মারাত্তা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এগ্রিকালচার, আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য প্রতিষ্ঠান চিকিৎসা সামগ্রী ও অন্যান্য টন টন জিনিস পরিবহণের জন্য এয়ার ইন্ডিয়ার উপর আস্থা রেখেছে। আগামী দিনে যে কোনও দেশের সরকার বা বেসরকারি এজেন্সি এধরনের সামগ্রী জোগান দিলে তা নিয়ে আসার পরিকল্পনা আছে আমাদের।
গত বছরও এয়ার ইন্ডিয়া PPE কিট, চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অনলাইন এবং অফলাইন পরিবহণ করেছিল।
এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, মহামারী ছড়িয়ে পড়ার পর যে কোনও ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ৩৫ লক্ষর বেশি মানুষকে বাড়ি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করেছে সংস্থা। ৫৫টি দেশের ৭৫-এর বেশি গন্তব্য থেকে তাঁদের আনা হয়েছে। এমনকী সেসব জায়গাতেও যাওয়া হয়েছে, যেখানে কখনও কোনও ভারতীয় বিমান যায়নি। আমাদের কার্গো ইউনিট পুরো উজ্জীবিত হয়ে আছে এই ধরনের দায়িত্ব পালনের জন্য।
এদিকে মঙ্গলবার সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এমাসের শেষদিকে সংস্থার সব কর্মীকে দেওয়া হবে। পাশাপাশি করোনা মোকাবিলায় সরকারকে সব রকম সাহায্যের কথা জানানো হয়েছে সংস্থার তরফে।