কলকাতা : টান টান উত্তেজনা। শেষবলায় জমি রক্ষা শুভেন্দু অধিকারীর। ২ মে নন্দীগ্রামের ফল নিয়ে কম সাসপেন্স ছিল না। একেবারে শেষ রাউন্ডে অল্প ব্যবধান জয় হাসিল করে নিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মাত্র ১৯৫৬ ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু, নন্দীগ্রামের আসন ছাড়া এবার বিধানসভা নির্বাচনে এমন আরও কয়েকটি আসন রয়েছে, যেখানে কোনও রকমে জয় ছিনিয়ে নিতে পেরেছেন প্রার্থীরা।
১০০০-এরও কম ভোটে জিতে কোনও রকমে বৈতরণী পার হয়েছেন কোন কোন প্রার্থী একবার দেখে নেওয়া যাক...
দিনহাটা। কোচবিহার জেলার এই আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে হারিয়েছেন মাত্র ৫৭ ভোটে। নিশীথ পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৩৫টি ভোট। অন্যদিকে উদয়নের ঝুলিতে গিয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৯৭৮ ভোট। এই কেন্দ্রে ২০১৬-র নির্বাচনে ২১ হাজার ৭৯৩ ভোটে জিতেছিলেন উদয়ন।
বলরামপুর। পুরুলিয়া জেলার এই আসনে জিতেছেন বিজেপি প্রার্থী বাণেশ্বর মাহাত। তিনি তৃণমূলের শান্তিরাম মাহাতকে ৪২৩ ভোটে হারিয়েছেন। বাণেশ্বরের প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৫২১। শান্তিরাম পেয়েছেন ৮৯ হাজার ৯৮টি ভোট।
একইভাবে পশ্চিম বর্ধমানের কুলটি আসনে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের থেকে ৬৭৯টি বেশি ভোট পেয়েছেন বিজেপির অজয় কুমার পোদ্দার। অজয় পেয়েছেন ৮১ হাজার ১১২টি ভোট। উজ্জ্বল পেয়েছেন ৮০,৪৩৩টি ভোট।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এই আসনে বিজেপির শীতল কপাট পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৮১২ ভোট। অন্যদিকে তৃণমূলের শঙ্কর দোলই পেয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৮৪৬টি ভোট। জয়ের ব্যবধান ৯৬৬।
এই জেলারই দাঁতন কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শক্তিপদ নায়েককে হারিয়েছেন। তৃণমূল প্রার্থী পেয়েছেন ৯৪ হাজার ৬০৯ ভোট। বিজেপি প্রার্থীর ঝুলিতে ঢুকেছে ৯৩ হাজার ৮৩৪।
জলপাইগুড়ি আসনে বিজেপির সৌজিত সিংহকে মাত্র ৯৪১ ভোটে হারিয়েছেন তৃণমূলের প্রদীপ কুমার বর্মা। প্রদীপ পেয়েছেন ৯৫ হাজার ৬৬৮ ভোট। অন্যদিকে সৌজিত পেয়েছেন ৯৪ হাজার ৭২৭টি ভোট।
পূর্ব মেদিনীপুরের তমলুকে তৃণমূল প্রার্থী সৌমেন মহাপাত্র পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ২৪৩ ভোট। সেখানে প্রতিদ্বন্দ্বী বিজেপির কৃষান বেরা পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৫০ ভোট। জয়ের ব্যবধান মাত্র ৭৯৩।
এদিকে শুভেন্দু সহ বিজেপির পাঁচজন প্রার্থী রয়েছেন যাঁরা ২০০০-এর কম ভোটে জিতেছে। নন্দীগ্রামে শুভেন্দু পেয়েছেন ১ লক্ষ ১০ হাজার ৭৬৪ ভোট। অন্যদিকে তৃণমূল নেত্রী পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৮০৮টি ভোট।
পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক দিন্দা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সংগ্রাম কুমার দোলইকে হারিয়েছেন ১২৬০ ভোটে। দিন্দা পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৫৪ ভোট। সংগ্রাম পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৮৪৯ ভোট।
গাজোলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন তৃণমূলের বাসন্তী বর্মনকে ১৭৯৮ ভোটে হারিয়েছেন। চিন্ময় পেয়েছেন ১ লক্ষ ৬৫৫ ভোট, বাসন্তী পেয়েছেন ৯৮ হাজার ৮৫৭ ভোট।
একইভাবে বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর ডানা হারিয়েছেন তৃণমূলের সায়ন্তিকাকে। ব্যবধান ১৪৬৮ ভোটের। এবং দক্ষিণ দিনাজপুরের তপনে বিজেপি প্রার্থী বুধরাই টুডু তৃণমূলের কল্পনা কিস্কুকে ১৬৫০ ভোটে হারিয়েছেন।