দুঙ্গারপুর(রাজস্থান) : কোভিড বিধিকে বুড়ো আঙুল। লকডাউনের মধ্যেই বিয়েতে প্রচুর লোকের ভিড় রাজস্থানে। সবথেকে অবাক করার বিষয়, খোদ বিধায়কের বিয়েতেই লঙ্ঘিত হল কোভিড বিধি।


নিয়ম অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি ভিড়ের অনুমতি নেই রাজস্থানে। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই কড়া পদক্ষেপ রাজস্থান সরকারের। অথচ সেই নিষেধাজ্ঞায় আমল দিলেন না রাজ্যের দুঙ্গারপুরের বিটিপি বিধায়ক রাজকুমার রৌত। অভিযোগ, রবিবার লকডাউন চলাকালীন বিধায়কের বিয়ে উপলক্ষে এই বিশাল আয়োজন করা হয়। বরযাত্রী সহ বিয়ে করতে কুশলমগরী পৌঁছান বিধায়ক। যেখানে সামাজিক দূরত্ব মানা তো দূর, আমন্ত্রিতদের মুখে মাস্ক পর্যন্ত ছিল না।


এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। প্রশাসনের তরফে কনের পরিবারের বিরুদ্ধে কোভিড বিধি না মানার জন্য ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। কেন সব জেনেও করোনাকালে বিয়েতে এত ভিড়, তার কৈফিয়ৎ চাওয়া হয়েছে পরিবারের কাছে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হওয়ায় মুখ খুলেছেন বিধায়ক রাজকুমার রৌত। এ প্রসঙ্গে তিনি বলেন, ''একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। অনিচ্ছা সত্ত্বেও সেই অনুষ্ঠানে প্রচুর লোক ভিড় জমান। আমন্ত্রণ জানানো হয়নি এরকম অনেকেই ঢুকে পড়েছিলেন ওই বিয়েতে।''


রাজস্থানের করোনা চিত্র বলছে, গত ১৯ এপ্রিল থেকে রাজ্যে জারি হয়েছে লকডাউন। করোনা রুখতে ১৫ দিনের জন্য জারি থাকবে নিষেধাজ্ঞা। ৩ মে পর্যন্ত রাজ্যে এই লকডাউন জারি থাকছে। পাবলিক ডিসিপ্লিন-এর নামে নতুন নির্দেশিকা জারি করেছে রাজস্থান সরকার। যেখানে অত্যাবশ্যকীয় পণ্য বাদে সব অফিস বন্ধ রাখতে বলা হয়েছে।


নির্দেশিকায় দুধ, মুদির দোকান, ফলের বাজার বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সব্জি বাজারের ক্ষেত্রে সন্ধ্যে ৭টা পর্যন্ত এই ছাড়পত্র দিয়েছে সরকার। তবে নতুন গাইডলাইন অনুসারে পেট্রোল পাম্প খোলা রাখা যাবে রাত ৮টা পর্যন্ত। পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে শপিং মল, সিনেমা হল, ধর্মীয় স্থান। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, সামাজিক ও রাজনৈতিক জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিন রাজ্য থেকে আসা সকল ব্যক্তিকেই ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট জমা দিতে বলেছে রাজ্য সরকার।