দিল্লি: কোভিড পরিস্থিতি মোকাবিলায় সেনাকে জরুরি ভিত্তিক আর্থিক ক্ষমতা দিল কেন্দ্র। করোনার দ্বিতীয় ঢেউ তছনছ করেছে গোটা দেশকে। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এই ক্ষমতা সেনাদের বিভিন্ন সুবিধা পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় কাজ করতে সাহায্য করবে। শুক্রবার টুইট করে এমনটাই ঘোষণা করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।


কেন্দ্রের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি, করোনা সংক্রমিতদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য টাকা খরচের এই বিশেষ ক্ষমতা পাবে সেনা।" পাশাপাশি কোনও ছাড়পত্র ছাড়াই জরুরি ভিত্তিতে হাসপাতাল তৈরি, হাসপাতাল পরিচালনা, কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে পারবে সেনা বাহিনী।  


এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, "এই ক্ষমতা পেয়ে সেনাবাহিনী আরও শক্তিশালী হবে। পাশাপাশি, কোভিডের বিরুদ্ধে তাঁদের দেশব্যাপী লড়াই আরও সহজ হবে।" তিনি আরও লেখেন, "এই ক্ষমতা পাওয়ার ফলে সেনা কমান্ডাররা কোভিড যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন। কোয়ারেন্টাইন সেন্টার ও হাসপাতাল গড়া ও সংস্কারের পাশাপাশি পরিষেবার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন তাঁরা।"



শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, "করোনা মোকাবিলায় প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন কোর কমান্ডার এবং এরিয়া কমান্ডাররা (লেফটেন্যান্ট জেনারেল স্তরের অফিসার)। পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচের ক্ষমতা থাকবে ডিভিশন কমান্ডার এবং সাব-এরিয়া কমান্ডারের হাতে (মেজর জেনারেল স্তরের অফিসার)। 


প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামীকাল শনিবার অর্থাৎ ১ মে থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। নির্দেশিকা বহাল থাকবে আগামী ৩ মাস, অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত। প্রসঙ্গত, সাধারণত কোনও যুদ্ধ পরিস্থিতিতে সেনার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য এমন আপৎকালীন আর্থিক ক্ষমতা দেওয়া হয়। গত বছরও করোনাভাইরাসের সঙ্গে লড়াই জারি রাখতে সেনা কমান্ডারদের বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছিল। এ বছর ফের সেনাদের বিশেষ ক্ষমতা দেওয়া হল।


কিছুদিন আগেই দেশের করোনা পরিস্থিতির মোকাবিলায় সশস্ত্র বাহিনীর পরিকল্পনা, প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানতে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানেই প্রধানমন্ত্রীকে অবসরপ্রাপ্ত সেনা চিকিৎসকদের ডেকে পাঠানোর কথা বলেছিলেন বিপিন রাওয়াত। আর এর পরেই সেনাবাহিনীকে বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।


উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী গত ১ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৮৬,৪৫২ জন। সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৩,৪৯৮ জন।