নয়া দিল্লি : শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর করোনা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে সিঙ্গাপুরে। অবিলম্বে সিঙ্গাপুর বিমান পরিষেবা বন্ধ করা হোক। কেন্দ্রীয় সরকারের কাছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করে এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ''করোনার একটা নতুন ভ্যারিয়েন্ট এসেছে সিঙ্গাপুরে। শোনা যাচ্ছে, যা শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। ভারতে তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে কোভিডের এই নতুন স্ট্রেন। সেই কারণে কেন্দ্রীয় সরকারের কাছে আমি দুটি আবেদন রাখছি। ১) অবিলম্বে সিঙ্গাপুর বিমান পরিষেবা বন্ধ করুক কেন্দ্রীয় সরকার। ২) শিশুদের ভ্যাকসিনেশনের বিষয়টাও অগ্রাধিকার দিক সরকার।'' হিন্দিতে ট্যুইট করে কেন্দ্রীয় সরকারের কাছে এই আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।


দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় নাজেহাল অবস্থা দেশের। নতুন করে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন মহামারী বিশেষজ্ঞরা। সম্প্রতি তৃতীয় ঢেউয়ের জন্য প্রশাসন তথা স্বাস্থ্য দফতরকে প্রস্তুত থাকতে বলেছে মহারাষ্ট্রের সরকার। তৃতীয় ঢেউয়ের বিষয়ে আশঙ্কা করেছেন খোদ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মনে করা হচ্ছে, তৃতীয় ঢেউয়ের আঁচ পেয়েই আগেভাগে কেন্দ্রকে সতর্ক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী।


মহামারী বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রথন ঢেউ নিশানা করেছিল প্রবীণ নাগরিকদের। দ্বিতীয় ঢেউ থেকে নিস্তার পায়নি যুব প্রজন্ম। এবার তৃতীয় ঢেউতে মারাত্মক ক্ষতি হতে পারে শিশুদের। এ প্রসঙ্গে নারায়ণা হেলথের কার্ডিয়াক সার্জন দেবী শেঠি বলেন, ''কোভিডের তৃতীয় ঢেউ সম্ভবত শিশুদেরই নিশানা করবে। কারণ, বয়স্করা হয় সংক্রমিত নতুবা রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে নিয়েছেন।''


কোভিডের তৃতীয় ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছেন সরকারের প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অ্যাডভাইজর কে বিজয়রাঘবন। তিনি জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আসাটা অনিবার্য। সেই কারণে ভাইরাসের ভ্যারিয়েন্ট অনুযায়ী ভ্যাকসিন প্রস্তুত করতে হবে। তবে ঠিক কবে ভাইরাসের তৃতীয় ঢেউ আসছে, তা বলতে পারেননি তিনি। 


বিশ্বের ভ্যাকসিন চিত্র বলছে, এখনও পর্যন্ত কেবল শিশুদের ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। ফাইজার ও বায়োটেকের কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই অনুযায়ী, ১২-১৫ বছর বয়সিদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। শোনা যাচ্ছে, কানাডাতেও শিশুদের ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া হবে।


ভারতের ভ্যাকসিন চিত্রের দিকে তাকালে দেখা যাবে , গত ১৩ মে শিশুদের টিকাকরণের জন্য পরীক্ষামূলক অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২-১৮ বছরের ওপর টিকার ট্রায়ালের জন্য কোভ্যাকসিনকে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে ১৮-৪৪ বছরের টিকাকরণ চালু হলেও পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে তা আটকে রয়েছে অনেক রাজ্যে। আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ভ্যাকসিন এলে ফের পাওয়া যাবে বলছে বেশিরভাগ রাজ্য।