কলকাতা: ভারতে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। আছড়ে পড়েছে ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এদিকে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। আবার ভ্যাকসিন অপ্রতুল বলেও অভিযোগ করছে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য। এই পরিস্থিতিতে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মন্তব্যে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বিল গেটস স্পষ্ট করেছেন, ভারতের সঙ্গে ভ্যাকসিনের ফর্মুলা শেয়ার করার পক্ষপাতী নন তিনি। আর এই মন্ত্যবেই বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথম সারির দেশগুলি যাতে করোনার টিকার ফর্মুলা সারা বিশ্বকে দেয়, তার জন্য ইতিমধ্যেই দাবি উঠেছে। এই আবহে বিল গেটসের মন্তব্যে সমালোচনার ঝড় বিশ্বজুড়ে।
কিন্তু কেন এই মন্তব্য? ওই সাক্ষাৎকারে বিল গেটস বলেছেন, কোনও ফর্মুলা নিজেদের কাছে রেখে দেওয়াপর পক্ষে এই মন্তব্য নয়। তাঁর কথায়, বিশ্বের বিভিন্ন জায়গায় টিকা প্রস্তুতকারী সংস্থা হয়েছে। তাদের হাতে টিকার ফর্মুলা গেলে ভ্যাকসিনের নিরাপত্তাই বিঘ্নিত হবে। টিকার মান বজায় থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ফলে বিশ্বজুড়ে বিপদ বাড়বে বলেই মত বিল গেটসের। একইসঙ্গে বর্তমান সময়ে স্বাস্থ্যক্ষেত্রে সব ধরনের সাবধানতা বজায়ের কথাও উল্লেখ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
বিল গেটসের বক্তব্য, বিশ্বের সব দেশ টিকা প্রস্তুত করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছে তা নয়। অথচ এই সময়, সাবধানতা মেনে চলা গুরুত্বপূর্ণ। তাই সারা বিশ্বে টিকার ফর্মুলা প্রকাশ হওয়া উচিত নয়। যে টিকা উৎপাদনকারী সংস্থার ভ্যাকসিন তৈরির পরিকাঠামো আছে তারা প্রত্যেকেই টিকা তৈরি করছে।
ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এরইমধ্যে দেশে তৃতীয় দফার টিকাকরণ শুরু হচ্ছে আগামীকাল। তবে শুধু ভারতই নয়, বর্তমানে সারা দেশের পাশাপাশি ক্রমশ ঊর্ধ্বমুখী বিশ্বের গ্রাফটাও। বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ লক্ষ ৬০ হাজার ৬৬৮ জনের। আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৭ লক্ষ ৬ হাজার ৮১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮ কোটি ৭২ লক্ষ ৩৩ হাজার ৭৯৮ জন।