নয়াদিল্লি: লাগামছাড়া সংক্রমণ। করোনা কার্ফু ঘোষণা করল চন্ডীগড় সরকার। আজ, বুধবার এই ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামীকাল থেকে এই কার্ফু জারি হবে বলে জানিয়েছে সরকার।
এদিন এক বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল সন্ধে ৭টা থেকে কার্ফু জারি হবে। পরের দিন ভোর ৫টা পর্যন্ত তা জারি থাকবে। প্রতিদিনই সন্ধে থেকে পরের দিন ভোর পর্যন্ত কার্ফু ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে সপ্তাহান্তে কার্ফু হবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এই সময় শুধু জরুরি পরিষেবা জারি থাকবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, সব দোকান, শপিং মল, মাল্টিপ্লেক্স বন্ধ থাকবে এই সময়। প্রতিদিনই বিকেল ৫টায় বন্ধ করে দিতে হবে। সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, স্কুল, কলেজ, কোচিং ইনস্টিটিউট, লাইব্রেরি সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ মে পর্যন্ত।
দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ ৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যেই কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত কার্ফু, লকডাউন শুরু হয়েছে ৷ এবার সেই তালিকায় অন্তর্ভূক্ত হল চন্ডীগড়ও৷ অন্যদিকে, এদিনই লকডাউন ঘোষণা করেছে গোয়া। আগামীকাল, বৃহস্পতিবার ২৯ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু করে ৩ মে, সোমবার সকাল পর্যন্ত সে রাজ্যে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷ আজ, বুধবার দুপুরে এই ঘোষণা করেন তিনি ৷ লকডাউনের আওতার মধ্যে পড়ছে না জরুরী পরিষেবাগুলি ৷
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বুধবার জানান, ‘‘ রাজ্যে লকডাউন শুরু হচ্ছে ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ৩ মে সকাল পর্যন্ত ৷ জরুরী পরিষেবা এবং ইন্ডাস্ট্রিয়াল পরিষেবাগুলি অবশ্য লকডাউনের মধ্যে পড়ছে না ৷ পাবলিক ট্রান্সপোর্ট পুরোপুরি বন্ধ থাকবে ৷’’ এই মুহূর্তে গোয়ায় যে পর্যটকরা রয়েছেন, তাঁদের হোটেলের মধ্যেই এই ক’টা দিন কাটাতে হবে ৷ সব ক্যাসিনো, রেস্তোরাঁ এবং পাব বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ৷ রাজ্যের সীমানা খোলা থাকবে শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য ৷