নয়াদিল্লি: প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিবেচনা করা হোক সাংবাদিকদের। এই আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল দিল্লি সরকার। আজ, বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই কথা জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত সাংবাদিকদের প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিবেচনা করা। পরিস্থিতির কথা মাথায় রেখে, সাংবাদিকদের করোনা টিকার বন্দোবস্ত করার আবেদন জানানো হয়েছে কেন্দ্রের কাছে।


অরবিন্দ কেজরিওয়াল বলেন, সাংবাদিকরাও অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছেন। তাঁদেরও প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিবেচনা করতে হবে। একইসঙ্গে তাঁদের জন্য টিকারও ব্যবস্থা করতে হবে। এই আবেদন জানিয়ে দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছে।


শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫০০। যা করোনাকালে দৈনিক আক্রান্তের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এরপরই এই খবর জানান দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে গণ টিকাকরণের জন্য আর্জি জানিয়েছিলেন কেজরিওয়াল। নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছিলেন তিনি। ওই চিঠিতে তিনি লেখেন, দিল্লি সরকারকে নতুন টিকাকরণ কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হোক। একইসঙ্গে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হোক। যাতে প্রত্যেকে টিকা নিতে পারেন।


দেশ সহ দিল্লিতেও বাড়ছে করোনা ত্রাস। স্পষ্টতই, এই আবহে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ দিল্লি সরকার। তাই গণ টিকাকরণের উপর জোর দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার গণ টিকাকরণের অনুমতি দিলে দিল্লি সরকার ৩ মাসের মধ্যে দিল্লিবাসীকে টিকাকরণের ব্যবস্থা করবে।


উল্লেখ্য, এদিকে দেড় লাখের উপর উঠে গিয়েছে দৈনিক সংক্রমণ । প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যায় নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত ৷ স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১,৮৪,৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃতের সংখ্যা ১০২৭ ৷ পাশাপাশি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮২,৩৩৯ জন ৷ সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৮,৭২,৮২৫ জন ৷ পাশাপাশি সুস্থ হয়েছেন ১,২৩,৩৬,০৩৬ জন ৷ অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৩,৬৫,৭০৪ এবং এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩,৬৫,৭০৪ জনের ৷