কলকাতা: হাসপাতালেই জমছে কোভিড মৃতদেহ। অভিযোগ, ৩ দিন ধরে দেহ সত্কার অনিয়মিত হচ্ছে। না, অন্য কোনও রাজ্যের নয়। এমন অভিযোগ উঠে এল এবার খাস কলকাতায়।


এনআরএস হাসপাতালের মর্গে পড়ে রয়েছে ৩৬টি মৃতদেহ। এম আর বাঙুর হাসপাতালে জমে ২৩টি মৃতদেহ। অভিযোগ, সময়মত আসছে না পুরসভার গাড়িও। পুরসভাকে জানিয়েও ফল হচ্ছে না, অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। কলকাতা পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।


এদিকে, করোনার বলি হয়ে একদিনে মৃতের সংখ্যা একশোর গণ্ডি পেরিয়ে গেল রাজ্যে। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী গত ২৪ গণ্টায় রাজ্যে মারণ ভাইরাসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ১০৩ জন। শুধুমাত্র উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃ্ত্যু হয়েছে। কলকাতাতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯ জনের। এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫১২ জন।


করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়ঙ্কর ছবির মাঝে অবশ্য কিছুটা সোনালি রেখারও দেখা মিলছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ১৪ হাজার বঙ্গবাসী। রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন ১৪ হাজার ৩৭৪ জন।