নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ। আজ এই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আজ, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, প্রায় সাড়ে ৪ লক্ষ টিকা হাতে এসেছে। প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে সরবরাহের কাজ শুরু হয়েছে।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের অনেক ডোজ মিলেছে। আমরা আরও বেশি টিকাকরণের উপর জোর দেব। একইসঙ্গে তিনি আর্জি জানিয়েছেন কো-উইন অ্যাপের মাধ্যমে যেন সবাই রেজিস্ট্রেশন করেন। তাতে নির্দিষ্ট সময় এবং তারিখ মিলবে। সেই অনুযায়ী, টিকা নিতে পারবেন।
দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২৫ লক্ষ ৪১ হাজার ২৮৪ জন। দুটি ডোজ পেয়েছেন ৬ লক্ষ ৬৬ হাজার ২৮৯ জন। দিল্লিতে অক্সিজেন সঙ্কট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিন ৯৭৬ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। কিন্তু প্রতিদিন দিল্লির জন্য বরাদ্দ হচ্ছে ৪৯০ মেট্রিক টন অক্সিজেন। কিন্তু পাওয়া যাচ্ছে ৩১২ মেট্রিক টন।
এদিন কেজরীবাল বলেন, ৯ হাজার অক্সিজেন যুক্ত বেড প্রয়োজন। রোগীদের বাঁচানো সম্ভব হবে ঠিক সময়ে অক্সিজেন পেলে। কেন্দ্রের কাছে অক্সিজেনের আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, অক্সিজেন এবং ওষুধের কালোবাজারির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোভিড রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের যে ভাড়া তাও কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে রাজধানীতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু-মিছিল। পরিস্থিতি মোকাবিলায় ফের লকডাউনের মেয়াদ বাড়াল কেজরীবাল সরকার। টুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, আগামী আরও ১ সপ্তাহ বাড়ানো হল দিল্লির লকডাউন। প্রথম দফা লকডাউনের শেষে, গত ২৫ এপ্রিল আরও ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছিল দিল্লির সরকার। গত রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে জানান, "আগামী ৩ মে ভোর ৫টা পর্যন্ত রাজধানী দিল্লিতে লকডাউন জারি থাকবে।" শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বিগত চার সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে উত্তরপ্রদেশের অবস্থা আশঙ্কাজনক। দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর খবর মিলেছে দিল্লিতেই।