কলকাতা: সংক্রমণ রুখতে এবার এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু করল দমকল। পরিকাঠামো থাকায় কাজে লাগানোর ভাবনা দমকল কর্মীদের। দমকল সূত্রে খবর, কলকাতার পাশাপাশি, জেলাতেও দমকলের তরফে চলবে এলাকা স্যানিটাইজ করার কাজ।


কোথাও আগুন লাগলে তাঁরাই হয়ে ওঠেন একমাত্র সহায়। আগুনের গ্রাস থেকে জীবন ছিনিয়ে আনেন বার বার। এবার করোনা-যুদ্ধেও সামিল হলেন দমকল কর্মীরা। সব মন্ত্রীরাই বলেছিলেন এই পরিস্থিতিতে কোভিড মোকাবিলায় সবথেকে গুরুত্বপূর্ণ। সেইমতো স্যানিটাইজেশন শুরু করলেন দমকল কর্মীরা। বৃহস্পতিবার লেকটাউন এলাকা দিয়ে শুরু হয় কাজ।


করোনা পর্বে স্যানাইটাইজার বা স্যানিটাইজেশনের মতো শব্দ যোগ হয়েছে দৈনন্দিন জীবনের সঙ্গে। ইঞ্জিন, ল্যাডার, হোস পাইপ-সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে দমকল বিভাগের হাতে। এবার সেইসব যন্ত্রকেই হাতিয়ার বানিয়ে করোনার বিরুদ্ধে শুরু হল লড়াই। প্রথমে স্থানীয় এলাকা, এরপর ধাপে ধাপে হাসপাতাল, সরকারি অফিস, বাজার এলাকাগুলোকেও স্যানিটাইজ করবেন দমকল কর্মীরা।


দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ধাপে ধাপে বিভিন্ন জায়গা স্যানিটাইজ করা হবে। এরপর জেলাতেও স্যানিটাইজ করার কাজ শুরু হবে। শুধু কলকাতা নয়, জেলাতেও বড়সড় থাবা বসিয়েছে করোনা। তাই মারণ ভাইরাস ঠেকাতে সেখানেও এলাকা জীবাণুমুক্ত করার কাজে লাগানো হবে দমকল কর্মীদের।


উল্লেখ্য, ভোটে জিতেই স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন করোনা মোকাবিলাই একমাত্র লক্ষ্য। শপথ নিয়ে একে একে মন্ত্রীরাও জানিয়েছেন কোভিডের বিরুদ্ধে লড়াই তাঁদের প্রাথমিক কাজ। সেই অনুযায়ী, এবার করোনা মোকাবিলায় নতুন ভূমিকায় দেখা গেল দমকল কর্মীদের।