মুম্বই: করোনাভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্ত আটকাতে মহারাষ্ট্রে লকডাউনের ধাঁচে জারি বিধিনিষেধ চলতি মাসজুড়েই চলবে। এই বিধিনিষেধ ১ জুন সকাল সাতটা পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। 
এই বিধিনিষেধে নতুন একটি সিদ্ধান্তও যোগ হয়েছে। এবার থেকে বাইরে থেকে যাঁরা মহারাষ্ট্রে আসছেন, তাঁদের বাধ্যতামূলকভাবে নেগেটিভ আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে।ওই রিপোর্ট রাজ্যে আসার ৪৮ ঘণ্টা আগের হতে হবে।  সেইসঙ্গে অতি সংক্রামক এলাকা থেকে যাঁরা আসছেন, তাঁদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বহাল থাকবে বলে রাজ্যের মুখ্যসচিত সীতারাম কুন্তে জানিয়েছেন। 


সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, দুধ সংগ্রহ, পরিবহন ও পরিবহণের কাজ কোনও নিয়ন্ত্রণ ছাড়াই অনুমোদন পাবে। তবে এর খুচরো বিক্রয়ের ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে।  হোম ডেলিভারি ও দোকানে অত্যাবশ্যক সামগ্রী বিক্রয়ের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ রয়েছে, এক্ষেত্রেও তা থাকবে।  পণ্য পরিবহনের ক্ষেত্রে  মালবাহী গাড়িতে দুইজনের বেশি থাকতে পারবেন না। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, পরিবহণকারীরা রাজ্যের বাইরে থেকে এলে আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ঢুকতে হবে। ওই টেস্ট রিপোর্ট রাজ্যে প্রবেশের আগে ৪৮ ঘণ্টার মধ্যে হতে হবে এবং তা সাত দিন বৈধ থাকবে। এর আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যে লকডাউন  ধাঁচের বিধিনিষেধ জারি হয়েছিল গত ৫ এপ্রিল।


গ্রামীণ এলাকাগুলির বাজারগুলিতে কোভিড-উপযুক্ত বিধি পালন নিশ্চিত করার বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, স্থানীয় বিপর্যয় মোকাবিলা বিভাগকে। নিয়ম পালন না করলে দোকান বন্ধ বা আরও বেশি বিধিনিষেধ জারির অধিকার দেওয়া হয়েছে বিভাগগুলিকে।