দিল্লি : কোভিডে মেডিসিন, ভ্যাকসিন নিয়ে বিশ্বের পাশে দাঁড়িয়েছে ভারত। এবার আমাদের উচিত, কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ানো। সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত জার্মানির দূত।


ঘরের লোক সমালোচনা করে চলেছেন। 'বাইরের লোক' এসে দিচ্ছেন বাহবা। সম্প্রতি দেশের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বেড়েছে কেন্দ্রীয় সরকারের। দেশে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যার ফলে দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। খোদ রাজধানী দিল্লিতেই একের পর এক হাসপাতালে অক্সিজেনের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রোগী ভর্তি। যা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে কেন্দ্র।


যদিও এই সময় ভারতের পাশে দাঁড়িয়েছে বেশকিছু দেশ। যার মধ্যে অন্যতম নাম জার্মানি। খোদ ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডনার বলেছেন, ''এই ভয়াবহ মহামারীর সময় বিশ্বকে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়েছে ভারত। ১০ লক্ষের বেশি কোভিড ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হয়েছে। এবার আমাদের উচিত বন্ধুদেশের পাশে দাঁড়ানো।''


যদিও দেশের ভ্যাকসিন বিদেশে পাঠানোর বিষয়ে আপত্তি তুলেছে বিরোধীরা। এ প্রসঙ্গে মোদি সরকারকে বিঁধতে ছাড়েননি অনেক বিরোধী নেতাই। সেই বিষয়ে মুখ খুলেছেন লিন্ডনার। তিনি বলেন, ''ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুতির ক্ষেত্রে ভারত অনেক ক্ষমতাশালী দেশ। এখানে উন্নত মানের প্রোডাকশনের পাশাপাশি অনেক গবেষক রয়েছেন। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভাল।''


দেশের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের ফলে বহু রোগী হাসপাতালে বেড পাচ্ছেন না। যা নিয়ে আক্ষেপ করেন এই জার্মান দূত। তিনি বলেন, ''আমি অর্ধেক জার্মান ও অর্ধেক ভারতীয়। সোশ্যাল মিডিয়ায় দেখেছি, হাসপাতালে বেডের জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীরা। এই ঘটনা আমাকে খুবই দুঃখ দিয়েছে। আমরা একজোট হয়ে লড়াই করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। আবার একটা সুন্দর ভারত দেখতে পাব আমরা।''


লিন্ডনার জানিয়েছেন, ভারতের এই পরিস্থিতিতে জার্মানি ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন পাশে দাঁড়াচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই ভারতে বড় অক্সিজেন প্রোডাকশন প্ল্যান্ট পাঠাবে জার্মানি। দেশের মেকিক্যাল অক্সিজেন পরিস্থিতি শোধরাতে এই প্ল্যান্ট পাঠাচ্ছে জার্মানি। দেশের করোনা গ্রাফ বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভারতে ৩ লক্ষ ৬০ হাজার ব্যক্তি সংক্রমিত হয়েছেন। যার জেরে স্বস্তিতে নেই কেন্দ্রীয় সরকার।