নয়াদিল্লি: এবার ৬ হাজারের গন্ডি পেরোল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৬০৫০ জন। গতকালের বুলেটিনেই ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৫৩০০ মতো। গত তিন দিন ধরে ক্রমাগত ঊর্ধ্বগামী দৈনিক কোভিড গ্রাফ। 


এদিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে অ্য়াক্টিভ কোভিড কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৩. গত ২৪ ঘণ্টায় বেড়েছে ২৭১৬টি। বুলেটিন অনুযায়ী, গতকালের চেয়ে ১৩ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণের কারণে মারা গিয়েছেন ১৪ জন। 



কোভিড সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় কেন্দ্রের কপালে ভাঁজ পড়ছে। এদিনই একটি পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা বলে সংবাদসংস্থা ANI সূত্রের খবর। সংবাদ সংস্থা সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. ভারতী প্রবীণ বলেছেন, 'কেন্দ্রের তরফে নিয়মিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড নির্দেশিকা দেওয়া হয়। আজ স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন।'


কেন বাড়ছে কোভিড?
দেশে ক্রমাগত ঊর্ধ্বগামী দৈনিক কোভিড সংক্রমণের ছবি। বিজ্ঞানীরা জানিয়েছেন, কোভিড ভ্যারিয়েন্ট XBB.1.16- এটাই এখন কোভিড সংক্রমণের বৃদ্ধির জন্য দায়ী। বিজ্ঞানীদের মতে ভারতের জনগণের শরীরে স্বাভাবিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন এসেছে, তার সঙ্গেই রয়েছে টিকাজনিত প্রতিরোধ ক্ষমতা। সেই কারণেই সংক্রমণ বৃদ্ধি পেলেও সেভাবে হাসপাতালে ভর্তির ঘটনা দেখা যাচ্ছে না। যদিও আগেভাগেই সাবধান হতে বলছেন বিজ্ঞানীরা। ভিড়ের মধ্যে মাস্ক পরতে বলছেন। টিকা না নেওয়া হয়ে থাকলে তা নিয়ে নিতে বলছেন। এর আগেও নরেন্দ্র মোদি কোভিড পরিস্থিতি নিয়ে মিটিং করেছেন। সেখানেও একাধিক পরামর্শ দেওয়া হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল  মাস্ক পরা।

আরও পড়ুন: গ্যাসের মূল্য নির্ধারণের জন্য সংশোধিত গাইডলাইনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার