হংসরাজ সিংহ ও বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া: ৫০ ঘণ্টা পার। কুড়মি আন্দোলনের ঝাঁঝ ক্রমশ জোরালো হচ্ছে। কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। এমনই একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে  লাগাতার আন্দোলন। পশ্চিম মেদিনীপুর-পুরুলিয়া-বাঁকুড়ায় অনির্দিষ্টকালের জন্য় শুরু হয়েছে রেল-সড়ক অবরোধ। 


আজ আন্দোলনের তৃতীয় দিন। নিজেদের দাবি দাওয়া নিয়ে অনড় কুড়মি সম্প্রদায়। আন্দোলনের জেরে আজও পুরুলিয়ার আদ্রা ডিভিশনে বিপর্যস্ত ট্রেন চলাচল। চরম সমস্য়ায় পড়েছেন যাত্রীরা। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে আদ্রা পুরুলিয়া শাখার ৫৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এরইমধ্য়ে কুড়মি সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে, রবিবার থেকে পুরুলিয়া-রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়ক অবরোধ করা হবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের রাজ্য যুব সম্পাদক তুহিন মাহাতো।


আদিবাসী কুড়মি সমাজের আন্দোলন ঘিরে অবরুদ্ধ পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ৬ নম্বর জাতীয় সড়ক। আজ সকালে প্রথমে জাতীয় সড়কে মিছিল করেন আন্দোলনকারীরা। এরপর খেমাশুলি স্টেশনে শুয়ে পরে শুরু হয় তাঁদের বিক্ষোভ কর্মসূচি। ২০২২ সালের ২০ সেপ্টেম্বর থেকে লাগাতার ৫ দিন আদিবাসী কুড়মি সমাজের রেল অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা।


কোন কোন ট্রেন বাতিল:
বাতিল হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস 
বাতিল লোকমান্য তিলক টার্মিনাস-রাঁচি এক্সপ্রেস
চলছে না ভাস্কো ডা গামা জশিডি এক্সপ্রেস, আলাপুঝা ধানবাদ এক্সপ্রেস
বাতিল সেকেন্দ্রাবাদ পাটনা স্পেশাল


একাধিক দাবিতে ফের দফায় দফায় শুরু হয়েছে আন্দোলন


সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে জঙ্গলমহলের ৩ জেলায় ফের কোথাও রেল, কোথাও পথ অবরোধে আদিবাসী কুড়মি সমাজ। কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানের অষ্টম তফশিলের।

এমনই একাধিক দাবিতে ফের দফায় দফায় শুরু হয়েছে আন্দোলন। বৃহস্পতিবার পুরুলিয়ার কুস্তাউরে রেল লাইনের ওপর বসে পড়ে অবরোধে সামিল হন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো বলেন, "আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা পিছু হঠব না। বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব আন্দোলন।"


আরও পড়ুন: ৫০ ঘণ্টা পার! কুড়মি আন্দোলনে হোঁচট রেল পরিষেবায়, আর কত ভোগান্তি?