নয়াদিল্লি: দৈনিক সংক্রমণ সামান্য কমলেও দশ হাজারের উপরেই থাকল দেশের দৈনিক কোভিড সংক্রমণ।


রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ১০০৯৩ জন। তার আগের দিন সংখ্যাটা ছিল ১০৭৫৩।


শেষ বুলেটিন অনুযায়ী, এখন দেশে অ্যাক্টিভ কেস ৫৭৫৪২টি। যা মোট কেসের ০.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ৬২৪৮ জন। এখন সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়ে মৃত্যু ২৩ জনের। 

চলছে টিকাকরণ:
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮০৭টি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন। 


গতকাল দিল্লির বুলেটিন কার্যত চোখ কপালে তুলেছে অনেকে। শনিবার দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট ৩১.৯ শতাংশ। যা গত ১৫ মাসে সর্বোচ্চ।


কেন বাড়ছে কোভিড?
দেশে ক্রমাগত ঊর্ধ্বগামী দৈনিক কোভিড সংক্রমণের ছবি। বিজ্ঞানীরা জানিয়েছেন, কোভিড ভ্যারিয়েন্ট XBB.1.16- এটাই এখন কোভিড সংক্রমণের বৃদ্ধির জন্য দায়ী। বিজ্ঞানীদের মতে ভারতের জনগণের শরীরে স্বাভাবিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন এসেছে, তার সঙ্গেই রয়েছে টিকাজনিত প্রতিরোধ ক্ষমতা। সেই কারণেই সংক্রমণ বৃদ্ধি পেলেও সেভাবে হাসপাতালে ভর্তির ঘটনা দেখা যাচ্ছে না। যদিও আগেভাগেই সাবধান হতে বলছেন বিজ্ঞানীরা। ভিড়ের মধ্যে মাস্ক পরতে বলছেন। টিকা না নেওয়া হয়ে থাকলে তা নিয়ে নিতে বলছেন। এর আগেও নরেন্দ্র মোদি কোভিড পরিস্থিতি নিয়ে মিটিং করেছেন। সেখানেও একাধিক পরামর্শ দেওয়া হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল মাস্ক পরা।     


আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তলব, 'গ্রেফতার হতে পারি' আশঙ্কা প্রকাশ AAP প্রধানের