নয়া দিল্লি: আবগারি দুর্নীতি মামলায় আজ অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে সিবিআই। দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আম আদমি পার্টির সমর্থকেরা বিক্ষোভ দেখাতে পারেন, এই আশঙ্কায় গতকাল রাত থেকেই সিবিআই দফতরের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ।
রাজধানীতে সুরক্ষা
ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া বর্তমানে তিহাড় জেলে বন্দি। সম্প্রতি জাতীয় দলের তকমা পেয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। স্বীকৃতি পাওয়ার দিনই কেজরিওয়াল তাঁর দলের নেতা, কর্মীদের ওপর আঘাত নেমে আসার আশঙ্কা প্রকাশ করে মানসিক প্রস্তুতি নিতে বলেছিলেন। কিছুদিন আগে মূলত দিল্লির মুখ্যমন্ত্রীর উদ্যোগেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ৮ বিরোধী দল।
উল্লেখ্য, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Case) সম্প্রতি সিবিআই-এর হাতে গ্রেফতার হন মণীশ সিসৌদিয়া। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই মামলায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকেন। বিকল্প রাস্তা ধরতে সিসৌদিয়াকে পরামর্শ দেন তিনি। তার পরই দিল্লির উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মণীশ সিসৌদিয়া (Manish Sisodia)। নিরপেক্ষ তদন্তের খাতিরেই সিসৌদিয়ার কাছ থেকে যাবতীয় প্রশ্নের সদুত্তর পাওয়া জরুরি বলে আদালতে জানিয়েছিল সিবিআই। তাতে সম্মতি দেয় আদালত। এর পরই দিল্লির সরকারে তাঁদের থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপি-র তরফে এ নিয়ে আক্রমণ করা হয় দিল্লির আম আদমি পার্টির সরকারকে।
আরও পড়ুন, আতিক শ্যুটআউটে যোগীর পুলিশকে নিশানা! CBI তদন্ত দাবি বাবুল সুপ্রিয়র
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বেশ কিছু দিন ধরেই সক্রিয় সিবিআই। বারং বার জিজ্ঞাসাবাদও করা হয় সিসৌদিয়াকে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁকে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে কেজরিওয়াল জানিয়েছিলেন, সিসৌদিয়াকে গ্রেফতার করা হতে পারে। সিসৌদিয়া গ্রেফতার হওয়ার পর তাঁর ভবিষ্যদ্বাণীই মিলে গেছে বলে দাবি করেন আপ সমর্থকরা।