নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাস সংক্রমণের প্রথম বলি ৭৬ বছরের বৃদ্ধের চিকিত্সা করা ডাক্তারও মারণ ভাইরাস সংক্রমণের পরীক্ষায় পজিটিভ ধরা পড়লেন। কোভিড-১৯ –এ ১২ মার্চ মারা যান কর্নাটকের কালবুর্গির বাসিন্দা সৌদি আরব ফেরত ওই ব্যক্তি। দেশে ফিরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁকে দেখছিলেন ৬৩ বছর বয়সি ওই ডাক্তার। এবার তিনিও একই ভাইরাসের কবলে পড়লেন। কালবুর্গির ডেপুটি কমিশনার শরত্ বি-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওই চিকিত্সক, তাঁর পরিবারকে। আজ তাঁকে আইসোলেশন ওয়ার্ডে সরানো হবে।


ওই ডাক্তার সহ দুজনের নতুন করে কোভিড-১৯ এ সংক্রমণের খবর মিলল কর্নাটকে। দুজনকে ধরে দক্ষিণের এই রাজ্যে এপর্যন্ত ১০ জন করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বি শ্রীরামুলু ট্যুইট করেছেন, আরও দুটো কোভিড-২০১৯ সংক্রমণের নিশ্চিত খবর এসেছে। মোট সংক্রামিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১০। ব্রিটেনে যাওয়া এক বছর ২০-র মহিলা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। আরেকজনও পজিটিভ হয়েছেন যিনি কালবুর্গির মৃত রোগীর সংস্পর্শে এসেছিলেন। উভয়কেই নির্দিষ্ট আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্নাটক সরকার ইতিমধ্যেই সব মল, সিনেমা হল, পার্ক, খেলার স্টেডিয়াম বন্ধ রাখতে বলেছে, যেখানে প্রচুর সংখ্যায় জনসমাগম হয়। মারণ ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বড় ধরনের বৈঠক, মন্দিরে অনুষ্ঠিত মেলার আয়োজনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সব মিলিয়ে ভারতে করোনাভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫। মহারাষ্ট্রে নতুন করে সাতটি, কেরল ও তেলঙ্গানা থেকেও একটি করে সংক্রমণের খবর এসেছে।