কর্নাটক, দিল্লির পর এবার মুম্বই। ফের দেশে করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল। মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হল ৬৪ বছরের এক বৃদ্ধের। এই নিয়ে দেশে করোনা সংক্রামিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর , ৬৪ বছরের ওই বৃদ্ধকে প্রথমে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর করোনা ভাইরাস ধরা পড়ে বলে খবর। পরে অবস্থার অবনতি হয়ে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, গত ৮ মার্চ দুবাই থেকে দেশে ফিরেছিলেন পেশায় ব্যবসায়ী প্রকাশ মোদি । হাসপাতাল সূত্রের খবর, ওই বৃদ্ধ রক্তচাপ ও ব্লাড সুগারের সমস্যাতেও ভুগছিলেন।

জানা গেছে, ওই বৃদ্ধের পরিবারের লোকেদেরও কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট মিলেছে। মুম্বইয়ের ঘাটকোপার এলাকার বাসিন্দা ওই বৃদ্ধের মৃত্যুর পর আতঙ্কিত এলাকার লোকজন। পুরো এলাকা থেকে জীবাণু দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
হিন্দুজা হাসপাতালে যাঁরা তাঁর সংষ্পর্শে এসেছিলেন, তাঁদেরও স্বাস্থ্যপরীক্ষা করা হবে। ডাক্তারদেরও পরীক্ষা করা হবে।
কর্নাটক ও উত্তরপ্রদেশে নতুন করে আরও ৪ করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কর্নাটকে ব্রিটেন ফেরত ২০ বছরের এক তরুণীর শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। এছাড়াও, কালবুর্গিতে করোনা ভাইরাসে মৃত বৃদ্ধের সংস্পর্শে আসা ৬০ বছরের আরেক বৃদ্ধের শরীরেও মিলেছে করোনা ভাইরাসের হদিশ। ২ জনকেই আইসোলেশনে রাখা হয়েছে। নয়ডায় করোনা আক্রান্ত দু’ জনই ফ্রান্স ফেরত। করোনায় মহারাষ্ট্রে সবথেকে বেশি ৩৯ জন আক্রান্ত। কেরলে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪।