নয়াদিল্লি:  ২৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করল বিহার সরকার। আজ, বৃহস্পতিবার ট্যুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ২৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হল। 


এদিন হিন্দিতে ট্যুইট করে নীতীশ কুমার লেখেন, ক্যাবিনেট বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। করোনা রোধে লকডাউন ইতিবাচক প্রভাব ফেলেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত ১০ দিন লকডাউন জারি থাকবে রাজ্যে।


উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে পাটনা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে নীতীশ কুমারের সরকার। এরপর প্রাথমিকভাবে ৪ মে লকডাউন জারি করে রাজ্য। জানিয়ে দেওয়া হয় শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় মিলবে। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও ক্ষেত্র ছাড় দেওয়া হবে না।


লকডাউন নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। গাইডলাইনে রাজ্য সরকার জানিয়েছে,


১. সব ধর্মীয় স্থান বন্ধ থাকবে।


২. স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।


৩. বন্ধ থাকবে জিম, সিনেমা হল, পার্ক, সুইমিং পুল।


৪. বন্ধ রাখা হবে সব ধরনের জমায়েত।


৫. সবজি, ফল, মাংস, মাছ, ডিম বিক্রি করা যাবে।


৬. বাজার কতক্ষণ খোলা রাখা যাবে তা ঠিক করবে স্থানীয় প্রশাসন।


৭. রেস্টুরেন্ট, ধাবা থেকে হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে। বসে খাওয়ার ব্যবস্থা থাকবে না।


উল্লেখ্য, সারা দেশের মতো বিহারেও আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে মাত্রাতিরিক্ত সংক্রমণ শুরু হয় বিহারে। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯৯ হাজার ৬২৩। নীতীশ কুমারের দাবি, লকডাউনের জেরে দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে রাজ্যে। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪ মে বিহারে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৪০০। মৃত্যু হয়েছিল ৮২ জনের। আজ, বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের সংখ্যা ৯ হাজার ৮৬৩। মৃত্যু হয়েছে ৭৪ জনের।