কলকাতা : করোনায় আক্রান্ত একাধিক রেলকর্মীরা। যার জেরে প্রভাব পড়তে চলেছে পরিষেবায়। কর্মী সংখ্যায় টানের জেরে বাতিল হতে চলেছে ট্রেন ও মেট্রো।
রেল সূত্রে খবর, ৬ মে থেকে সোমবার থেকে শুক্রবার চলবে ২১৬টি মেট্রো। এর আগে চলছিল ২৩৮টি মেট্রো রেল। পাশাপাশি রবিবার ৯৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রো রেল কর্তৃপক্ষের। আপাতত দক্ষিণেশ্বর পর্যন্ত দিনে ১৪৯টি মেট্রো চলবে।
অপরদিকে, ৭ মে থেকে বাতিল হাওড়া-রাঁচি স্পেশাল ট্রেন। বাতিল হাওড়া-ধানবাদ, হাওড়া-আজিমগঞ্জ, হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেন। বাতিল কলকাতা-লালগোলা, শিয়ালদা-রামপুরহাট, আসানসোল-হলদিয়া স্পেশাল ট্রেন। পাশাপাশি হাওড়ার রেল মিউজিয়ামও বন্ধ থাকবে বলে দাবি রেল সূত্রে।
কিছুদিন আগেই শিয়ালদহ এবং হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একের পর এক ট্রেন চালক এবং গার্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। সেকারণেই ট্রেন বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। ট্রেন কমে যাওয়ায় সংকটে পড়েছেন নিত্য যাত্রীরা।
অপরদিকে, ৪০ টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিল ভারতীয় রেল। সাউথ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে ২৮ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ১০টি ট্রেন বাতিল করা হয় ৷ এই ট্রেনগুলি বাতিলের ফলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের পরিষেবায় কিছু সমস্যা হতে পারে ৷ তিরুঅনন্তপুরম থেকে সেকেন্দরাবাদ পর্যন্ত ট্রেন নম্বর ০৭২২৯-এর সময় বদল করা হয়েছে ৷ ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত এই ট্রেন তিরুঅনন্তপুরম থেকে সকাল ৭টার বদলে ছাড়বে সাড়ে ৯টা থেকে ৷
গোটা দেশ এই মুহূর্তে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে। রোজই সংক্রমিত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর মাঝেই সেই সংক্রমণের রেশ পড়েছে রেলেও। এর আগেও কোভিড পরিস্থিতির অবস্থার অবনতির সঙ্গে লড়াই চালিয়েছেন তারা। হাতে থাকা সুস্থ কর্মীদের নিয়েই চালিয়ে গিয়েছেন পরিষেবা।
চারদিকে করোনা বেডের জন্য হাহাকার। এই পরিস্থিতিতে বেডের ঘাটতি মেটাতে তৎপর রেল। যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের কামরায় তৈরি করা হল আইসোলেশন ওয়ার্ড। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র হাওড়া ডিভিশনে ১০৩টি কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে প্রস্তুত করা হয়েছে। এখানে করোনা বেড রয়েছে ১ হাজার ৬৫০টা। প্রতিটি কোচে থাকছে ২টো করে অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও, প্রতিটি কোচে ২ জন করে চিকিৎসক থাকবেন। রাজ্য সরকার আবেদন জানালেই তাদের হাতে এই আইসোলেশন কোচগুলো তুলে দেওয়া হবে, জানিয়েছে রেল কর্তৃপক্ষ।