নিউ দিল্লি : শনিবার থেকে তৃতীয় দফায় টিকাকরণ শুরু হয়েছে। ইতিমধ্যেই চার লক্ষর বেশি মানুষ টিকা নিয়েছেন। আজ এক বিবৃতিতে একথা জানাল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, এই দফায় ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকা দেওয়া হচ্ছে।  


সরকারের তরফে জানানো হয়েছে, ৩ মে পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ লক্ষ ৬ হাজার ৩৩৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।


স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ছত্তিশগড়ে ১ হাজার ২৫ জনকে, দিল্লিতে ৪০ হাজার ২৮ জনকে, গুজরাটে ১ লক্ষ ৮ হাজার ১৯১ জনকে, হরিয়ানায় ৫৫ হাজার ৫৬৫ জনকে, জম্মু ও কাশ্মীরে ৫ হাজার ৫৮৭ জনকে, কর্ণাটকে ২ হাজার ৩৫৩ জনকে, মহারাষ্ট্রে ৭৩ হাজার ৭১৪ জনকে, ওড়িশায় ৬ হাজার ৮০২ জনকে, পঞ্জাবে ৬৩৫ জনকে, রাজস্থানে ৭৬ হাজার ১৫১ জনকে, তামিলনাড়ুতে ২ হাজার ৭৪৪ জনকে এবং উত্তরপ্রদেশে ৩৩ হাজার ৫৪৪ জনকে টিকা দেওয়া হয়েছে। 


এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ সকাল ৭টা পর্যন্ত দেশে মোট ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি রাজ্য ৬৬.৯৪ শতাংশ ডোজ দিয়েছে।


প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে নতুন করে দেড় লক্ষ কোভ্যাকসিন আসছে। হায়দরাবাদ থেকে আজই রাজ্যে আসছে ভ্যাকসিন। এখনও পর্যন্ত রাজ্যে ভ্যাকসিনের আকাল রয়েছে। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সরকারি হাসপাতালে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। 


এদিকে দেশজুড়ে সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন। সামগ্রিকভাবে সুস্থের সংখ্যা ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২। শতাংশের বিচারে ৮১.৯১।


গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। সামগ্রিকভাবে মৃত্যুর হার কমেছে। শতাংশে বিচারে ১.১০। পজিটিভের হার ২১.৪৭ শতাংশ। 


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন সংক্রমিত। এনিয়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৩৪ লক্ষ ৪৭ হাজার ১১৩।