নয়াদিল্লি: লাগামছাড়া করোনা সংক্রমণ। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন জো বাইডেনের সঙ্গে কথা শেষে মোদি ট্যুইট করেন।


ট্যুইটারে তিনি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে। দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমেরিকার সহযোগিতার জন্য আমি জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছি। 



একইসঙ্গে তিনি লিখেছেন, ভ্যাকসিনের কাঁচামাল সহ ওষুধের গুরুত্ব এবং তার মসৃণ সরবরাহ নিয়ে কথা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে ভারত আমেরিকার পার্টনারশিপ বিশ্বব্যাপী কোভিড ১৯ মোকাবিলায় সহায়ক হবে। 



ক্রমশ লম্বা হচ্ছে করোনার গ্রাফ। দৈনিক সংক্রমণের নিরিখে সারা বিশ্বে প্রথম আমেরিকা। দ্বিতীয় স্থান ভারতের। শোনা গিয়েছিল, মার্কিন সরকার করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াবে। ভ্যাকসিনের কাঁচামাল সহ ওষুধে- সাহায্য করতে পারে মার্কিন প্রশাসন। এই জল্পনায় আজ, সোমবার শীলমোহর দিলেন খোদ প্রধানমন্ত্রী। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছিল, ভ্যাকসিন তৈরির সরঞ্জাম, ওষুধ, পরীক্ষার কিট, ভেন্টিলেটর সহ পিপিই কিট দেওয়া হবে। শুধু তাই নয়, ট্যুইট করে জো বাইডেন জানিয়েছিলেন ভারতের পাশে থাকবে আমেরিকা। এদিন হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, আমেরিকা এবং ভারত একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়বে। আমেরিকা ভ্যাকসিন তৈরির সরঞ্জাম, অক্সিজেন সহ জরুরি পরিষেবা প্রদান করবে ভারতকে।


এদিকে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লক্ষ পার করেছে সংক্রামিতের সংখ্যা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে ভারতে করোনা আক্রান্ত ৩,৫২,৯৯১ জন ৷ মৃত্যু হয়েছে ২৮১২ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,১৯,২৭২ জন ৷ দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,১৩,৬৫৮ জন ৷ পাশাপাশি এখনও পর্যন্ত ১৪,১৯,১১,২২৩ জনকে কোভিডের ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ দেশে মোট মৃত্যুর সংখ্যাও ১ লক্ষ ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ। অর্থাৎ যে সংখ্যক মানুষের পরীক্ষা হয়েছে, তাঁদের মধ্যে প্রতি ৪ জনে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।