নয়াদিল্লি: স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ, মঙ্গলবার দেশের শীর্ষ আদালত প্রত্যেকটি রাজ্যকে এই নির্দেশ দিয়েছে। আগামী বৃহস্পতিবার এর মধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলির জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। কোভিড ১৯ ম্য়ানেজমেন্ট নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মামলায় এই পর্যবেক্ষণ আদালতের।
একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে হাইকোর্ট করোনা সংক্রান্ত মামলার রায় দিলে তাতে বাধা দেবে না সুপ্রিম কোর্ট। ব্যাখ্যা দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, যে কোনও রাজ্যের পরিস্থিতি সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট বেশি ভাল জানে। তাই করোনা সংক্রান্ত মামলার রায় বা পর্যবেক্ষণ নিয়ে শীর্ষ আদালত কোনও বাধা দেবে না। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজ এই শুনানি দিয়েছে। শুনানিতে বিচারপতি বলেন, মানুষের জীবন আমাদের বাঁচাতে হবে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য দরকার মনে করলে আদালত হস্তক্ষেপ করবে।
রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে রিপোর্ট তলব করার পাশাপাশি, করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়েও কেন্দ্রের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। করোনা মামলায় কেন্দ্রকেও কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, এটা জাতীয় বিপর্যয়। এখন রাজনীতির কাজিয়ার সময় নয়। এখন সকলের উচিত দেশের পাশে দাঁড়ানো।
এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে, ‘এখন জাতীয় বিপর্যয়, আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। আদালত যখনই মনে করবে, তখনই হস্তক্ষেপ করবে।’ সর্বোচ্চ আদালত এ-ও মনে করেছে, ‘হাইকোর্টগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম প্রসঙ্গে এদিন অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ‘করোনা ভ্যাকসিনের কেন আলাদা দাম? কেন্দ্রের কাছে সেই জবাব তলব করেছে শীর্ষ আদালত। পাশাপাশি, করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের পরিকল্পনাও জানতে চায় আদালত। ‘ভ্যাকসিনেশনই কি করোনা মোকাবিলার একমাত্র উপায়? ‘সঙ্কট মোকাবিলায় কেন্দ্রের জাতীয় পরিকল্পনা কী?’ সলিসিটর জেনারেলের কাছে তাও জানতে চাইল সুপ্রিম কোর্ট।