চেন্নাই : করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার। আগামী ৭ জুন পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকছে। শুক্রবার সন্ধ্যায় টুইট করে একথা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। 


টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, আগামী ৩১ মে রাজ্যে সম্পূর্ণ লকডাউন শেষ হচ্ছে। জেলাভিত্তিক কোভিড পরিস্থিতি পর্যালোচনার পর আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছি। মূল্যবান জীবনগুলি রক্ষার জন্য এই নির্দেশ।


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে স্থানীয় প্রশাসনের অনুমতির ভিত্তিতে নিজের নিজের এলাকায় অস্থায়ী দোকান ও সব্জি- গাড়ি বা ঠেলাগাড়িতে বিক্রি করা যাবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অস্থায়ী দোকানগুলি অনলাইনে বা ফোনে অর্ডার নিতে পারবে। তবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ক্রেতার বাড়িতে তা সরবরাহ করতে হবে।


তিনি আরও বলেন, এর পাশাপাশি সমস্ত PDS আউটলেটে জুন মাস থেকে মুদির ১৩টি করে সামগ্রী সমস্ত রাইস কার্ডহোল্ডারকে সরবরাহ করতে হবে। কো-অপারেশন ও কাস্টমার প্রোটেকশন দফতরকে এই নির্দেশ দেওযা হয়েছে। 


এর পাশাপাশি রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সহযোগিতা চেয়েছেন। সম্পূর্ণ লকডাউন চলাকালীন সকলকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন।


প্রসঙ্গত, তামিলনাড়ুতে করোনা পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। শেষ বুলেটিন অনুযায়ী, সেরাজ্যে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৬১। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৯ লক্ষ ৭৮ হাজার ৬২১। শুধু চেন্নাইয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭৯ জন। এনিয়ে সেখানে মোট সংক্রমিত ৪ লক্ষ ৯৩ হাজার ৮৮১। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। যার জেরে সেখানে মোট মৃতের সংখ্যা ২২ হাজার ২৮৯। এর মধ্যে ৩৪৯ জনের কোমর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে। এপর্যন্ত ৩০ হাজার ৬৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে তামিলনাড়ুয়ে সুস্থের সংখ্যা ১৬ লক্ষ ৪৩ হাজার ২৮৪। এদিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিস্থিতির মোকাবিলায় নেমে পড়েছেন স্টালিন।