নয়াদিল্লি: সারা দেশে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। এই পরিস্থিতিতে নাগরিকদের আপাতত ভারতে না আসার পরামর্শ মার্কিন প্রশাসনের। এ সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁরাও এখন ভারতে যাবেন না।  কারণ, ভ্যাকসিন নিলেও ঝুঁকি থাকবে।  মার্কিন প্রশাসন জানিয়েছে,  একান্তই যদি কাউকে ভারতে যেতে হয়, তাহলে সম্পূর্ণ ভ্যাকসিন নিয়ে যেতে হবে।


মার্কিন প্রদেশের চিকিৎসা ক্ষেত্রে শীর্ষ সংস্থা দ্য সেন্টার ফর ডিজিজ এন্ড প্রিভেনশন। ওই সংস্থা অ্যাডভাইসরি জারি করে তারা বলেছে, ভ্যাকসিন নিলেও পর্যটকদের সংক্রমিত এবং সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকছে। বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ভারতের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। যাঁদের টিকা নেওয়া আছে তাঁদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে। একইসঙ্গে তাঁরাও সংক্রমণ ছড়াতে পারেন। তাই আপাতত ভারতে না যাওয়াই ভাল। অত্যন্ত প্রয়োজন থাকলে টিকার ডোজ সম্পূর্ণ করে তবেই ভারতে যাওয়া যেতে পারে। প্রত্যেক পর্যটককে মাস্ক পরতে হবে। একে অপরের থেকে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। বারবার হাত ধুতে হবে।


একইসঙ্গে বলা হয়েছে ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ থাকলে আমেরিকা থেকে অন্য কোনও দেশে যাওয়ার ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন নেই। যদি সংশ্লিষ্ট দেশ নমুনা পরীক্ষার রিপোর্ট চায়, তবেই পরীক্ষা করানো যেতে পারে। মার্কিন প্রদেশে আগত পর্যটকদের জন্যও বেশ কিছু গাইডলাইন প্রকাশ করা হয়েছে। অন্য কোনও দেশ থেকে মার্কিন প্রদেশে গেলে সেলফ কোয়ারান্টিনের প্রয়োজন নেই।


এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২লক্ষ ৫৯ হাজার ১৭০ জন ৷ মৃত্যু হয়েছে ১,৭৬১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৭৬১ জন ৷ ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৩,২১,০৮৯ জন ৷ মৃত্যুর সংখ্যা ১,৮০,৫৩০ ৷ পাশাপাশি ১২,৭১,২৯,১১৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর ৷