কলকাতা: বয়স মাত্র ২৬। ২০১৮ সালে জেএনইউ থেকে ইন্টারন্যাশনাল রিলেসসন্স অ্যান্ড এরিয়া স্টাডিজ- এমএ। জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী। 


২১-এর ভোটে যে তরুণ সৈনিকদের কাঁধে ভর দিয়ে দিন বদলের স্বপ্ন দেখছে লাল ব্রিগেড, তাঁদের একজন ঐশী ঘোষ। 


পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা আসনে  সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের হরেরাম সিংহ এবং বিজেপির তাপস রায়। 


গত ১ এপ্রিল নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে হলফলনামা জমা দিয়েছেন ঐশী। সেখানে সিপিএম প্রার্থী জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। 


মনোনয়ন জমা দেওয়ার সময় ঐশীর হাতে নগদ ছিল মাত্র ৫০০ টাকা।  সিপিএম প্রার্থীর ব্যাঙ্কে সঞ্চয় ১ লক্ষ ৮৩ হাজার ৩১৭  টাকা।  


বন্ড, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে কোনও সঞ্চয় নেই ঐশী ঘোষের। নেই কোনও গাড়ি বা সোনার গয়না।


হলফনামা অনুযায়ী, ঐশী ঘোষের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৮৩ হাজার ৮১৮ টাকা।  


হলফনামায় জামুড়িয়ার সিপিএম প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। আছে ৭ হাজার ৮৭৫ টাকা ঋণ। 


ল্যাপটপ কেনার জন্য ৩১ হাজার ৫০০ টাকা ঋণ করেছিলেন সিপিএম প্রার্থী। তার মধ্যে ওই টাকা এখনও বাকি আছে।


হলফনামায় সিপিএম প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে ফৌজদারি মামলা রয়েছে।