অমরাবতী ও দেরাদুন : করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয়। এই অবস্থায় সংক্রমণ রোধে কার্ফুর মেয়াদ আরও বাড়াল অন্ধ্রপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার। আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যে কার্ফু জারি থাকবে বলে আজ ঘোষণা করে অন্ধ্রপ্রদেশ সরকার। অন্যদিকে ৯ জুন পর্যন্ত এর মেয়াদ বাড়িয়েছে উত্তরাখণ্ড সরকার।


অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, রাজ্যে ১০ জুন পর্যন্ত কার্ফু বাড়ানো হচ্ছে। সময় অপরিবর্তিত থাকবে। প্রসঙ্গত, আজই অন্ধ্রপ্রদেশ কার্ফুর মেয়াদ শেষ হচ্ছিল। কিন্তু, সংক্রমণের চেন ভাঙতে তার মেয়াদ আরও ১০ দিন বাড়াল ওয়াইএস জগনমোহন রেড্ডির সরকার। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যেরকম ছাড় ছিল, সেই একই সময় থাকছে এবারও।


অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত রবিবার নতুন করে ১৩ হাজার ৪০০ জন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৩৩ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৪ জনের।


অন্যদিকে উত্তরাখণ্ড সরকারের মুখপাত্র সুবোধ উনিয়াল জানান, অল্পবিস্তর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত এই এক সপ্তাহে দুই দিন মুদির দোকান খোলা থাকবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দোকান খুলে রাখা যাবে। এছাড়া ১ জুন তারিখে বই ও স্টেশনারি দোকান খুলে রাখা যাবে। অন্যান্য বিধি-নিষেধ যা ছিল তা-ই থাকবে।


উল্লেখ্য, এর আগে সপ্তাহে একদিন মুদির দোকান খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সময় বেঁধে দেওয়া হয়েছিল সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত।


উত্তরাখণ্ড সরকারের শেষ বুলেটিন অনুযায়ী, গত রবিবার সেখানে নতুন করে ১ হাজার ২২৬ জন সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের।


গতকালই করোনা মোকাবিলায় বিধিনিষেধ বজায় রাখার কথা ঘোষণা করে মহারাষ্ট্র সরকার। আরও ১৫দিন বিধিনিষেধ জারি থাকবে বলে জানান মহারাষ্ট্র্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন, আমরা বিধিনিষেধ জারি রাখছি, কোনও কড়া লকডাউন হচ্ছে না।