নয়াদিল্লি: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লক্ষ ছাপিয়ে গেল। মৃতের সংখ্যা ৩১ হাজার ছুঁইছুঁই।
আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে আছে আমেরিকা। ১ লক্ষ ২১ হাজারেরও বেশি মানুষের শরীরে হানা দিয়েছে কোভিড-১৯। মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।  শুধুমাত্র নিউইয়র্কেই মারা গিয়েছেন ৫১৭ জন।
করোনার মোকাবিলায় শনিবারই ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। শুক্রবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই বিল পাস হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করার সঙ্গে সঙ্গে তা পরিণত হয় আইনে।
তবে, মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে ইতালি। গত ২৪ ঘণ্টায় সেদেশে মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল। মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি।
করোনার দাপটে কাঁপছে স্পেনও। গত ২৪ ঘণ্টায় ৮৩২ জনের মৃত্যু হয়েছে সেখানে। মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার ৭০০। আক্রান্ত ৭২ হাজারেরও বেশি। ইরানের অবস্থাও ভয়াবহ। সেখানে এই মারণ ভাইরাস ২৩০০-রও বেশি মানুষ মারা গিয়েছেন। আক্রান্ত ৩০ হাজারেরও বেশি।
ইউরোপের আরেক দেশ ব্রিটেনের পরিস্থিতিও উদ্বেগজনক।  সেখানে মৃতের সংখ্যা এক হাজার পার করেছে। আক্রান্ত প্রায় ১৫ হাজার। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত। আপাতত ডাউনিং স্ট্রিটে, নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
উদ্বেগজনক ফ্রান্স, জার্মানির পরিস্থিতিও।  এরইমধ্যে নোভেল করোনা ভাইরাসের উৎস, চিনের উহান শহরকে ধীরে ধীরে লকডাউন-মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
মে মাসে পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচন। করোনা-আবহে কোয়ারেন্টিন বা সেলফ আইসোলেশনে থাকা প্রবীণ নাগরিকরা যাতে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন, সেজন্য আইন পাস হয়েছে পোল্যান্ডের সংসদে।
ভারতের প্রতিবেশী দেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাকিস্তানে ১৫০০-রও বেশি মানুষ করোনাতে আক্রান্ত। ১০ জন মারা গেছেন। ৪৮ জন করোনা রোগীর খোঁজ মিলেছে বাংলাদেশে। মৃত ৫। শ্রীলঙ্কায় ১০৬ জন করোনায় আক্রান্ত। ভুটানে ৩, নেপালে ৪ এবং মলদ্বীপে ১৪ জন করোনায় আক্রান্ত।